ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইতিতে জাতিসংঘ মহাসচিবের সামনে ত্রাণের ট্রাক লুট

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ অক্টোবর ২০১৬

হাইতিতে জাতিসংঘ মহাসচিবের সামনে ত্রাণের ট্রাক লুট

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার যখন হারিকেন ম্যাথিউয়ে ক্ষতিগ্রস্ত হাইতি পরিদর্শন করছিলেন ঠিক তখন ক্ষুব্ধ লোকজন ত্রাণের ট্রাক লুট করেছে। হারিকেনের আঘাতে দেশটিতে নয় শ’ লোক নিহত হয়। খবর বিবিসির। জাতিসংঘ মহাসচিব বলেন, লেস কায়েসে তিনি নিজেই একটি লুটের ঘটনা প্রত্যক্ষ করেছেন। সেখানে তিনি হাইতির জন্য আরও বেশি ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দেন এবং অন্যান্য দেশকেও বেশি করে ত্রাণ দেয়ার আহ্বান জানান। কর্মকর্তারা জানান, ১৪ লাখের বেশি লোকের জরুরী ভিত্তিতে ত্রাণ প্রয়োজন। কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক পরিবার, যাদের শস্য ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে তাদের কাছে ত্রাণ না পৌঁছানোয় উত্তেজনা আরও বাড়ছে। লেস কায়েস এলাকায় ত্রাণবহরের ওপর হামলার পর পুলিশ স্থানীয় শ’খানেক বাসিন্দাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। জাতিসংঘ মহাসচিব বলেন, জরুরী সাহায্যের জন্য যারা অপেক্ষা করছে তাদের অধৈর্য এবং ক্ষুব্ধ হওয়ার কারণ আমরা বুঝি। দ্রুত সাহায্য আনার জন্য আমরা যতটা সম্ভব কাজ করছি।
×