ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ অক্টোবর ২০১৬

মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ফের ব্যর্থ হয়েছে। শনিবার লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসনে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। খবর ইয়াহু নিউজের। প্রাথমিক তথ্যের বরাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে যাওয়ার সময় ইউএসএস ম্যাসন লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। নিজেকে রক্ষার জন্য জাহাজে থাকা প্রতিরক্ষা-ব্যবস্থা ব্যবহার করে ম্যাসন, এতে জাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পায় বলে জানিয়েছেন তিনি। এর আগে ম্যাসনকে লক্ষ্য করে চালানো দুটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে বৃহস্পতিবার হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের উপকূলীয় এলাকার তিনটি রাডার স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
×