ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র হবে ভারতের সেরা বন্ধু ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ অক্টোবর ২০১৬

প্রেসিডেন্ট নির্বাচিত  হলে যুক্তরাষ্ট্র হবে ভারতের সেরা বন্ধু ॥ ট্রাম্প

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভারতকে ‘কৌশলগত প্রধান মিত্র’ অভিহিত করে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারত ও যুক্তরাষ্ট্র ‘সেরা বন্ধু’ হবে এবং দুইদেশের জন্য রচিত হবে ‘বিস্ময়কর ভবিষ্যত’। খবর পিটিআইয়ের। নিউজার্সির এডিসনে রিপাবলিকান হিন্দু কোয়ালিশন আয়োজিত একটি অনুষ্ঠানে সমবেত ভারতীয় আমেরিকানদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা আরও ভাল বন্ধু হতে চলেছি। বস্তুত আমি আরও ভাল পথ বেছে নেব এবং আমরা সেরা বন্ধু হব।’ অর্থনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভারতের অর্থনৈতিক অগ্রগতি চাঙ্গা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন রিপাবলিকান প্রার্থী। তিনি বলেন, এই সংস্কার যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাজ করতে অপেক্ষা করছি।’ তিনি বলেন, ‘আমি হিন্দুদের বড় ভক্ত। আমি ভারতের বড় ভক্ত। আমি নির্বাচিত হলে ভারতীয় ও হিন্দু সম্প্রদায় হোয়াইট হাউসে সত্যিকারের বন্ধু পাবেন।’ রিপাবলিকান প্রার্থী বলেন, ‘সত্যি কথা বলতে কি, ভারতের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমার। ওই দেশে রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে। আর তা বেশ ভালই চলছে। সত্যিই, দেশটা আসাধারণ।’ ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মহান বন্ধু ভারতের প্রশংসা করি। কারণ তারা উগ্র ইসলামপন্থীদের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পাশেই রয়েছে। তিনি এই কথাগুলো না বলার জন্য তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ‘ভারত প্রধান ও কৌশলগত প্রধান মিত্র।’ ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতে তিনি অপেক্ষা করছেন, যোগ করেন রিপাবলিকান প্রার্থী। রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করতে ও ভোট দিতে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে হিন্দুদের প্রতি আহ্বান জানান।
×