ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরীয় সঙ্কট নিয়ে ৯ দেশের বৈঠক চুক্তি ছাড়াই শেষ

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ অক্টোবর ২০১৬

সিরীয় সঙ্কট নিয়ে ৯ দেশের বৈঠক চুক্তি ছাড়াই শেষ

যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব, রাশিয়াসহ ৯টি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকদের এক বৈঠকে সিরিয়ায় যুদ্ধ অবসানে কিছু নতুন ধারণা উপস্থাপন করা হয়েছে। কিন্তু রবিবার অনুষ্ঠিত এ বৈঠকে আবারও কোন সুনির্দিষ্ট চুক্তি হয়নি বা নির্দিষ্ট কোন প্রতিশ্রুতি ব্যক্ত হয়নি। খবর ওয়াল স্ট্রিট জার্নালের চার ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত এ বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, কোন পক্ষই সিরিয়ায় সাহায্য সরবরাহ আবারও শুরু করতে বা শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য কোন উপায় বের করতে পারেনি। কিন্তু তিনি বলেছেন, কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যে ধারণা ব্যক্ত করেছেন সে ব্যাপারে খোলাখুলি আলোচনা হয়েছে যা প্রতিশ্রুতিশীল এবং অবিলম্বে অনুসরণযোগ্য। বৈঠকে তুরস্ক, কাতার, জর্দান, ইরাক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা ও সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত উপস্থিত ছিলেন। কেরি বলেন, এর আগে অস্ত্রবিরতি চুক্তিতে যে শূন্যতা ছিল তা পূরণে সহায়তা রাখতে পারে নতুন ধারণাগুলো। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সোমবার আলোচনা করবেন এবং তারা বৈঠকের পর তাদের অবস্থান পর্যালোচনা করবেন। তিনি সাংবাদিকদের বলেন, কূটনীতি অব্যাহত রয়েছে। কারণ, সিরিয়ায় অবরুদ্ধ শহর আলেপ্পোর পরিস্থিতি ভয়াবহ এবং সেখানে সামরিক পদক্ষেপ ছাড়া অন্য কোন উপায় খুঁজে বের করা জরুরী হয়ে দেখা দিয়েছে। ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, তারা সামরিক বিকল্প ব্যবস্থা বিবেচনা করছেন। কিন্তু সিরিয়ায় পাঁচ বছরের বেশি সময়ের এ গৃহযুদ্ধে সামরিকভাবে আরও জড়িত হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা আরও সতর্ক রয়েছেন বলে মনে হয়। এ গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ লাখের বেশি মানুষ। মার্কিন বিকল্পের সীমাবদ্ধতা এবং এ সংঘাতে রুশ প্রভাবের ওপর ইঙ্গিত প্রকাশ করে কেরি তার রুশ প্রতিপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন এবং এমনকি গত সপ্তাহে ব্যর্থ অস্ত্র বিরতি বিষয়ে আলোচনা ভেঙ্গে যাওয়ার পরও তিনি তার শান্তি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কেরি শনিবার বলেন, শান্তি প্রতিষ্ঠায় কয়েক বছরের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ রাজনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার প্রয়োজন অনুভব করছে। জেনেভা চুক্তিতে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার জন্য রাশিয়াকে দেয়া প্রস্তাবেচর মতো আগের কৌশলগুলো যেখানে ব্যর্থ হয়েছে সেখানে সিরীয় শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া বা ইরানের ওপর কীভাবে তিনি চাপ প্রয়োগ করবেন তা স্পষ্ট নয়।
×