ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ব্যবসা-বাণিজ্যের সুযোগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ অক্টোবর ২০১৬

‘ব্যবসা-বাণিজ্যের সুযোগ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা ও সুযোগ নিয়ে বই প্রকাশ করেছেন দ্য ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি আবু সাঈদ মোঃ শায়খুল ইসলাম (এফসিএমএ)। একইসঙ্গে বইটিতে বাংলাদেশের শিল্পনীতি, বিনিয়োগ প্রণোদনা, আমদানি-রফতানি নীতি ও পদ্ধতি আয়কর, বিদেশী বিনিয়োগ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, মূলধন সংগ্রহ ইত্যাদি সম্পর্কে তুলে ধরা হয়েছে। রবিবার সকাল ১১টায় ঢাকার সিরডাপ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বেসিক ইস্যুস অব প্রাইভেট ইনভেস্টমেন্ট এ্যান্ড বিজনেস-বাংলাদেশ পরিপ্রেক্ষিত শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বইটি ব্যবসায়ীদের কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বইটির মাধ্যমে ব্যবসায়ীরা ব্যবসায় সংশ্লিষ্ট অনেক কিছু জানতে পারবেন। যা ব্যবসায় উপকারে আসবে। বইটির রচিয়তা আবু সাঈদ মোঃ শায়খুল ইসলাম (এফসিএমএ) পেশায় একজন স্বতন্ত্র ব্যবস্থাপনা উপদেষ্টা এবং আইসিএমএবির ফেলো-সদস্য ও সাবেক সভাপতি।
×