ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ ও ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ অক্টোবর ২০১৬

মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ ও ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ

মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি। এ লক্ষ্যে বিএমএ ভবন সভাকক্ষে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুল করিম অরিয়নের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার কুতুবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হায়াত হেদায়েত, মোক্তার হোসেন, আয়েশা নকিব প্রমুখ। স্ব-উদ্যোগে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত যুদ্ধের ইতিহাস সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর যুদ্ধের বর্ণনা, মুক্তিযুদ্ধের জীবন চিত্র ও বীরত্ব গাথা যুদ্ধের ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি কাজ করে যাচ্ছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরিচয় উঠে আসছে। ফলে ভুয়া মুক্তিযোদ্ধারা শঙ্কিত হয়ে তাদের কাজে নানা প্রতিবন্ধকতা তৈরি করছে বলে সভায় আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, যে কোন ভাল কাজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাতে পিছু হটলে চলবে না। Ñবিজ্ঞপ্তি
×