ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন মার্কিনী গ্রেফতার যুক্তরাষ্ট্রে মসজিদসহ মুসলিম জনপদ উড়িয়ে দেয়ার চক্রান্ত নস্যাত

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ অক্টোবর ২০১৬

তিন মার্কিনী গ্রেফতার যুক্তরাষ্ট্রে মসজিদসহ  মুসলিম জনপদ উড়িয়ে দেয়ার চক্রান্ত নস্যাত

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ এফবিআইয়ের সতর্ক দৃষ্টির পরিপ্রেক্ষিতে রক্ষা পেল একটি মসজিদসহ কানসাস অঙ্গরাজ্যের একটি মুসলিম জনপদ। ধর্মীয় বিদ্বেষমূলকভাবে গাড়িভর্তি বিস্ফোরকসহ ‘নির্বিচারে মুসলমান হত্যা’র ষড়যন্ত্রে লিপ্ত কার্টিস এলেন (৪৯), গ্যাভিন রীট (৪৯) এবং প্যাট্রিক স্টিনকে (৪৭) গ্রেফতারের মধ্য দিয়ে ১৪ অক্টোবর শুক্রবার ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাত করা সম্ভব হয়েছে বলে ফেডারেল কোর্টে প্রদত্ত মামলায় প্রকাশ পায়। যুক্তরাষ্ট্র বিচার বিভাগে ‘জাতীয় নিরাপত্তা ডিভিশন’ কর্তৃক জানানো হয়েছে, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ওরা মুসলমানদের ‘তেলাপোকা’র মতো কীট হিসেবে ঘৃণা করে এবং এই অঙ্গরাজ্যের গার্ডেন সিটিতে অবস্থিত বিরাট একটি এপার্টমেন্ট কমপ্লেক্স ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছিল। ভারপ্রাপ্ত মার্কিন এ্যাটর্নি টম বীল আদালতকে জানিয়েছে, ১২০ পরিবার বাস করছে ওই এ্যাপার্টমেন্টে। তারা সকলেই সোমালিয়ার মুসলমান এবং নিকটস্থ ‘টাইসন ফুড’ নামক পশু-খামারে মাংস প্রক্রিয়াকরণ কাজ করেন। ওই ভবনেই রয়েছে একটি মসজিদ। গ্রেফতারকৃতরা দীর্ঘ ৮ মাস যাবত সুগভীর পরিকল্পনায় এগুচ্ছিল। ওরা তৈরি করে গাড়ি-বোমা। যাবতীয় দ্রব্য ক্রয়ের সময়েই এফবিআইয়ের দৃষ্টিতে আসে বিষয়টি। সন্ত্রাস-দমনের টাস্ক ফোর্স সক্রিয় হয় এবং ছদ্মবেশী গোয়েন্দা ওদের ওপর গভীর নজর রাখে। গ্রেফতারকৃতরা মুসলমানদের ঢালাওভাবে ‘সন্ত্রাসী’ হিসেবে মনে করে এবং পর্যায়ক্রমে সকলকে হত্যার ষড়যন্ত্র চালায়। এমন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র নস্যাতের সংবাদ জেনে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ (কেয়ার)-এর নির্বাহী পরিচালন নিহাদ আওয়াদ এক বিবৃতিতে এফবিআইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমেরিকান মুসলমানদের ওপর এবং মসজিদে নাশকতামূলক হামলার এ ঘটনা নস্যাতের মধ্য দিয়ে প্রকৃত অর্থে মুসলিম-আমেরিকানদের নিরাপত্তায় প্রশাসন যে আন্তরিক অর্থেই সোচ্চার রয়েছে তার স্পষ্ট প্রকাশ ঘটল।’ নিহাদ আওয়াদ উল্লেখ করেছেন যে, মিশিগান এবং নিউজার্সির মসজিদেও একই ধরনের সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। ‘আমরা জাতীয় পর্যায়ের রাজনীতিক, বিশেষ করে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের প্রতি আহ্বান রাখছি, সকল ধরনের মুসলিম-বিদ্বেষমূলক প্রচার থেকে বিরত থাকার জন্যে।
×