ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ অক্টোবর ২০১৬

বগুড়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার দুপুরে বগুড়ার সোনাতলায় আরিফ হোসেন(৩০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্র জানায়, আরিফ হোসেন ফিল্ড থেকে কিস্তির টাকা সংগ্রহ করে দুপুর ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে অফিসে ফিরছিলেন। ঠাকুরপাড়া গ্রামের বুড়ামেলাসংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে ৬/৭ ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এসময় তার কাছ থেকে ব্যাংকের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশপাশের লোকজন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, ১ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে প্রাথমিকভাবে তাদের জানানো হয়েছে।
×