ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্যানিটারি মিস্ত্রিকে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ অক্টোবর ২০১৬

স্যানিটারি মিস্ত্রিকে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে রবিবার প্রতিবেশী এক যুবককে সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করতে গিয়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জে উত্তরসোম এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে মোহসীন আহমদ (৪০) ও তার সহোদর মোঃ মাসুম মিয়া (২৮)। এ সময় প্রতিবেশী গোলাম মোস্তফা ওরফে গোলাম রসুলের ছেলে মোঃ জুয়েলকে (২৫) আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁন ও এলাকাবাসী জানান, কালীগঞ্জের উত্তরসোম বেপারীপাড়া এলাকায় রবিবার দুপুরে স্যানেটারি মিস্ত্রি জুয়েল তার প্রতিবেশী মোহসীনের টয়লেটের সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং ডাকচিৎকার শুরু করেন। এ সময় মোহসীনের ছোট ভাই মাসুম তার চিৎকার শুনে জুয়েলকে উদ্ধারের চেষ্টা করে তিনিও ট্যাঙ্কে পড়ে যান। পরে দুপুর দেড়টার দিকে দুইজনেই অসুস্থ হয়ে তলিয়ে যেতে থাকলে ডাকচিৎকার শুরু করেন। পরে দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করতে মোহসীন ট্যাঙ্কে নেমে তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং তলিয়ে যেতে থাকেন। এ সময় তাদের আর্তচিৎকার শুনে এলাকাবাসী গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে মোহসীন ও মাসুম মারা যান। জুয়েলকে টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করা হয়। জুয়েল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ কবির চৌধুরী জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরীভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।
×