ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামার স্কুল পছন্দ নয় তেরেসা মে’র

প্রকাশিত: ০৫:৩১, ১৭ অক্টোবর ২০১৬

গ্রামার স্কুল পছন্দ নয় তেরেসা মে’র

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে মনে করেন গ্রামার স্কুলগুলো সামাজিক ক্ষেত্রে বিভেদ বাড়াচ্ছে। ব্রিটেনের বিদায়ী প্রধান স্কুলপরিদর্শক মাইকেল উইলশো রবিবার এ বিষয়ে সরকারের মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন, বেশিরভাগ শিক্ষার্থীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে এ ধরনের স্কুল ব্যবস্থা। গ্রামার স্কুল ব্যবস্থা ৫০ বছর ধরে ব্রিটেনে চালু রয়েছে। সাধারণ স্কুল থেকে ছাত্রছাত্রীদের বাছাই করে অধিক মেধাসম্পন্নদের এই স্কুলে পড়ানোর জন্য বাছাই করা হয়। এই পদ্ধতিতে মেধাবীরা বিশেষভাবে নিজেদের মেধা বিকাশের সুযোগ পেলেও সাধারণ ছাত্রছাত্রীরা উন্নতমানের শিক্ষা থেকে বঞ্চিত হয়। গ্রামার স্কুল ব্যবস্থা চলবে কি চলবে না এ নিয়ে দেশটিতে বিশেষ করে ক্ষমতাসীন কনজারভেটিভদের মধ্যে বিতর্ক ছিল। এ বছর ডিসেম্বরে প্রধান স্কুল পরিদর্শক হিসেবে উইলশোর মেয়াদ শেষ হওয়ার আগে তিনি এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, যদিও পদ্ধতিটি মানসম্মত শিক্ষা বিস্তারের জন্য সহায়ক কিন্তু এই সময়ে এটি সরকারের কাছে অগ্রাধিকার হওয়া উচিত নয়, বরং ব্রেক্সিট ইস্যুটির দিকেই এখন সরকারের নিজের মনোযোগ নিবদ্ধ করা। -ইন্ডেপেনডেন্ট
×