ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদিজার দুই হাতে অস্ত্রোপচার আজ

প্রকাশিত: ০৫:২৯, ১৭ অক্টোবর ২০১৬

খাদিজার দুই হাতে  অস্ত্রোপচার  আজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সন্ত্রাসী বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আজ সোমবার রাতে তার দুই হাতে অস্ত্রোপচার করা হবে। অর্থপেডিক বিভাগের ডাক্তাররা অপারেশন করবেন বলে জানিয়েছেন তার বড় ভাই শারনান হক শাহীন। এই অপারেশন হয়ে গেলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করছেন। শারনান আল শাহীন দৈনিক জনকণ্ঠকে বলেন, খাদিজাকে কিছু জিজ্ঞাসা করা হলে এখন তিনি রেসপন্স করতে পারেন। ইশারায় তিনি উত্তর দিতে পারেন। চিকিৎসকদের বরাত দিয়ে তার মামা আবদুল বাসেত জানান, খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। তাকে হুইল চেয়ারে বসিয়েছিলেন চিকিৎসকরা। ডাকলে চোখ মেলে তাকায়। কিন্তু কাউকে চিনতে পারছেন না। এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। ডান হাত ও পা নাড়ালেও বাম পাশে কোন নড়াচড়া নেই।’ রবিবার স্কয়ার হাসপাতালের মেডিসিন এ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেয়া হচ্ছে। হামলার আঘাত ঠেকাতে খাদিজার হাতের মাসল চেন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে। খাদিজাকে হামলাকারী লম্পট প্রতিরোধে শিক্ষা পরিবার ঐক্যবদ্ধ - নাহিদ ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খাদিজাকে হামলাকারী বদরুলদের মতো লম্পটদের প্রতিরোধ ও প্রতিহত করতে শিক্ষা পরিবার ঐক্যবদ্ধ আছে। রবিবার সিলেটের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শকালে তিনি বলেন, ‘সহিংসতা রোধে ও গণসচেতনতা বৃদ্ধি করতে আগামী ১৮ অক্টোবর সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচী গ্রহণ করা হয়েছে।’ শিক্ষামন্ত্রী সকালে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় বক্তব্যে বলেন, ‘প্রতিবছর ৩২ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার, আগামীতে গবেষণা করছে এমন শিক্ষার্থীকেও বৃত্তি দেয়া হবে।’ মন্ত্রী সিলেট মুরারিচাঁদ কলেজ পরিদর্শনকালে এই ক্যাম্পাসে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর চালানো বদরুলের নৃশংসতা নিয়ে বলেন লম্পট, বখাটে, সহিংসতাকারী যে দলেরই হোক তার শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
×