ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছয়দিন পর মিয়ানমার থেকে পণ্য আমদানি শুরু

প্রকাশিত: ০৮:৫০, ১৬ অক্টোবর ২০১৬

ছয়দিন পর মিয়ানমার  থেকে পণ্য  আমদানি শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের মংডুতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলা এবং অস্ত্র লুটের পর ছয়দিন বন্ধ ছিল টেকনাফ স্থলবন্দর। শনিবার দুপুরে মিয়ানমার থেকে আমদানি পণ্যবোঝাই দুটি ট্রলার এসে ভিড়েছে টেকনাফ স্থলবন্দরে। এতে শুঁটকি, আচার ও কম্বল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। টেকনাফ শুল্ক কর্মকর্তা জানান, সিএন্ডএফ এজেন্ট মেসার্স এসএমজি, ট্রেড লিংক মেরিলাইন ও জিন্নাত এন্টারপ্রাইজ ১৫ টন শুঁটকি, ৩শ’ ব্যাগ আচার ও ৬০ ব্যাগ কম্বলের কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আইজিএম প্রদান করেছে। মিয়ানমারে সন্ত্রাসী হামলার পর শনিবার এই প্রথম সেই দেশ থেকে আমদানি পণ্যবোঝাই দুটি ট্রলার বন্দরে এসে পৌঁছেছে। মিয়ানমার থেকে পণ্য আসা শুরু হওয়ায় ব্যবসায়ী মহলের মধ্যে আনন্দ এবং স্থলবন্দরে চাঙ্গাভাব ফিরে এসেছে।
×