ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নত স্যানিটেশন সুস্থ জীবন- বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ০৮:২৯, ১৬ অক্টোবর ২০১৬

উন্নত স্যানিটেশন সুস্থ জীবন- বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ এ সেøাগান সামনে রেখে শনিবার সারাবিশ্বের মতো বাংলাদেশেও জাতীয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করা ও রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই হাত ধোয়া দিবস পালনের মূল উদ্দেশ্য। খবর বাসস’র। এ উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- ‘হাত ধোয়া অভ্যাসে পরিণত করি’। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা গেলে আগামী প্রজন্মের মারাত্মক সব সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেজন্য পরিবারের প্রতিটি সদস্য যাতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত পরিষ্কার করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে চলে নিজের আয়ু বৃদ্ধিতে ভূমিকা পালন করতে হবে।’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেগম নাসরিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডিযডুলা মাসাকি। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ ওয়ালী উল্লাহ। বক্তৃতা শেষে মন্ত্রী ও অন্য অতিথিরা বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর নারায়ণগঞ্জের সিকদার আঃ মালেক উচ্চ বিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান ও পানি ব্যবহার করে হাত ধোয়া হয়। পরে অনুষ্ঠানের শেষভাগে চলতি বছরের প্রতিপাদ্য- উচ্চারণ করে হাত উঠিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
×