ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সানসিল্কের নতুন অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:১৮, ১৬ অক্টোবর ২০১৬

সানসিল্কের নতুন অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ মেয়েদের চুলের যতেœর পণ্য সানসিল্কের নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘অল থিংস হেয়ার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা এখন নিত্যনতুন সব হেয়ার স্টাইল ও ট্রেন্ড সম্পর্কে জানতে পারবে। এছাড়া সানসিল্কের চারটি ভ্যারিয়েন্ট এখন থেকে কালো, গোলাপী, বেগুনি ও সোনালি রঙের নতুন চারটি মোড়কে পাওয়া যাবে। শনিবার রাতে রাজধানীর র‌্যাডিসন হোটেলের বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ দুটি ইভেন্ট সবার সামনে তুলে ধরা হয়। জমকালো আয়োজনে ছিল র‌্যাম্প মডেলদের পায়চারি। বর্ণিল ফ্যাশন শো এবং মনমাতানো মিউজিকের ফাঁকে ফাঁকে অনলাইন প্ল্যাটফর্ম এবং নতুন মোড়কগুলো সম্পর্কে আমন্ত্রিত অতিথিদের জানানো হয়। ফেসবুক এবং ইউটিউবে ‘অল থিংস হেয়ার’ লিখে সার্চ দিলে মেয়েরা তাদের পছন্দের হেয়ার স্টাইল খুঁজে পাবে ও চুলের যতেœ টিউটোরিয়াল দেখতে পারবে। অনুষ্ঠানে সানসিল্কের চারটি ভ্যারিয়েন্টের চার রঙা পোশাক পরে মঞ্চে ক্যাটওয়াক করেন র‌্যাম্পের চেনা মডেলরা। ফ্যাশন শো’তে অংশ নেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, সুপারমডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নুসরাত ফারিয়া। এছাড়া সভ্যতা গেয়ে শোনান তিনটি গান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মডেল-অভিনেত্রী নাবিলা। ইভেন্টটির মেকওভার পার্টনার ছিল পারসোনা।
×