ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ অক্টোবর ২০১৬

লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল

শিশুদের জন্য প্রয়োজন আনন্দময় সুশিক্ষা। আমাদের সন্তানদের শিক্ষা জীবনের শুরুটা হয় ঘর থেকে। এরপর বিদ্যালয় জীবনের শুরু। তাই আদরের সন্তানের জন্য বিদ্যালয়ে শুধু শিক্ষা হলেই হয় না, প্রয়োজন হয় আনন্দময় সুশিক্ষা। লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল সেই কাক্সিক্ষত আনন্দময় সুশিক্ষার জন্যই। যা আমার আপনার সন্তানকে জীবনের প্রথম থেকেই আলোকিত মানুষ হয়ে বেড়ে উঠতে সহায়তা করবে। শিক্ষাপ্রিয় মানুষ তোফায়েল আহাম্মদ তানজীর ২০০০ সালে প্লে থেকে এসএসসি পর্যন্ত অধ্যায়নের ব্যবস্থা রেখে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। রাজধানীর মিরপুরস্থ পূর্ব কাজীপাড়ায় অবস্থিত লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলটি শুরু থেকেই অভিভাবকদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। যার ফলে বিদ্যালয়টির সুনাম ছড়িয়েছে রাজধানী ঢাকার সীমানা ছাড়িয়ে দেশময়। অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীরের নের্তৃত্ব আর ২৭ জন উদ্যোমী শিক্ষক-শিক্ষিকাদের আপ্রাণ প্রচেষ্টায় বিদ্যালয়টি সকল বোর্ড ও পাবলিক পরীক্ষায় আশানুরূপ সাফল্য ধরে রাখছে। ইতোমধ্যে লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েসন, প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সর্বমোট ২৯০ ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। এ সাফল্য অর্জনের পাশাপাশি বোর্ড ও পাবলিক পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে পাসের হার শতভাগ। বর্তমান পরিবর্তিত সময়ের দাবি হলো শিক্ষার সঙ্গে সঙ্গে সুষম সহÑশিক্ষা। লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল যা নিশ্চিত করার চেষ্টা করছে। ফলে এখানকার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শিখছে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাবোধ আর ভালবাসা। শিক্ষার্থীর কোমল মনের সুপ্ত মেধাকে জাগিয়ে রাখতে এখানে সকল জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হয়। প্রতি বছর আয়োজন করা হয় শিক্ষা সফর, সাংস্কৃতিক ও খেলাধুলা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর মতো মনোজ্ঞ আয়োজন। আর এসবই করা হয় শিশুদের মানুষের মতো মানুষ গড়ার এক অসীম প্রতিজ্ঞা থেকে। যা আমার আপনার সন্তানকে আগামীর জীবনে সুপথ দেখাতে সহায়তা করছে। লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীর বলেন, আমাদের শিশুরা প্রিয় ফুলের মতো। তাদের সৌরভে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব সুশোভিত হবে। এজন্য প্রয়োজন শিশুদের উপযোগী সেরা শিক্ষার যা লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা থেকেই করে আসছে। তিনি বলেন, ২০১০ সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমরা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছ থেকে দেশসেরা কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার গ্রহণ করে অনুপ্রাণিত হয়েছি। তার চেয়ে বড় কথা হলো আমরা শিশুদের সময় উপযোগী সেরা শিক্ষা প্রদান করতে পেরেছি। নাঈম খান
×