ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ালটন দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৩১, ১৬ অক্টোবর ২০১৬

ওয়ালটন দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্র্যাফটের (এনএফএভিএইচ) আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে ওয়ালটন দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই প্রতিযোগিতা ১৮ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। শনিবার ছিল বিশ্ব সাদাছড়ি দিবস। এই দিবস উপলক্ষে সকালে দৃষ্টিহীনদের র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে দাবা ফেডারেশনের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মোঃ মোতাহার হাসান। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্র্যাফটের (এনএফএভিএইচ) মহাসচিব ও এক্সিকিউটিভ মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যরা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৬০ দৃষ্টিহীন দাবাড়ু অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক দৃষ্টিহীন দাবাড়ুকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি করে সাদাছড়ি দেয়া হয়। শেখ রাসেল স্কুল টিটি স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮-২১ অক্টোবর পর্যন্ত পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা।’ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্ট। সহযোগিতায় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। টুর্নামেন্টের বাজেট ১৫ লাখ টাকা। সাতটি ইভেন্ট হচ্ছে : বালক দলগত, বালিকা দলগত, বালক একক সাব জুনিয়র, বালিকা একক সাব জুনিয়র, বালক একক জুনিয়র, বালিকা একক জুনিয়র ও প্রতিবন্ধী একক। অংশ নেবে ৪১ দলের মোট ২৬০ খেলোয়াড়। এর মধ্যে প্রতিবন্ধী খেলোয়াড় সংখ্যা ২৫। আলাদা হচ্ছে মেয়েদের টি২০ বিশ্বকাপ স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সাল থেকে নারী ও পুরুষদের টি২০ বিশ্বকাপ আলাদাভাবে অনুষ্ঠিত হবে। ডারবানে সদ্য সমাপ্ত আইসিসির নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতদিন পুরুষদের টি২০’র সময়ই নারীদের টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতো। গত পাঁচ আসরে এভাবেই হয়ে আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অস্ট্রেলিয়ায় ২০২০ টি২০ বিশ্বকাপের সপ্তম আসর থেকে পুরুষদের ছয়মাস আগেই নারীদের টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসির এমন সিদ্ধান্ত। এছাড়া সভায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে একঘরে হয়ে পড়া পাকিস্তানকে আর্থিক সাহায্য দিতে একমত হয়েছে আইসিসি।
×