ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লিঞ্জ ওপেনের সেমিতে সিবুলকোভা

প্রকাশিত: ০৫:৩১, ১৬ অক্টোবর ২০১৬

লিঞ্জ ওপেনের সেমিতে সিবুলকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ লিঞ্জ ওপেনের সেমিফাইনালে উঠেছেন ডোমিনিকা সিবুলকোভা। শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সেøাভাকিয়ার এই টেনিস তারকা ৭-৬ (৭/৩) এবং ৬-৪ সেটে পরাজিত করেছেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। এছাড়াও লিঞ্জ ওপেনের শেষ চারে জায়গা করে নিয়েছেন আমেরিকার মেডিসন কেইস, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো এবং সুইজারল্যান্ডের অখ্যাত ভিক্টোরিজা গোলুবিক। কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচ থেকে স্পেনের গারবিন মুগুরুজা রিটায়ার্ড করলে সেমিফাইনালে জায়গা করে নেন গোলুবিক। লিঞ্জ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কোর্টে নেমেছিলেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। কিন্তু শেষ পর্যন্ত এবার শেষ আট থেকেই বিদায় নিতে হলো তাকে। আর রাশিয়ান এই টেনিস তারকাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে মৌসুমের অষ্টম সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন সিবুলকোভা। চলতি মৌসুমে দুটি শিরোপা জিতেছেন সেøাভাকিয়ার এই টেনিস তারকা। এছাড়াও আরও তিনটি ফাইনালে খেলেন তিনি। মৌসুমের শেষ মুহূর্তে আরও একটি শিরোপার স্বাদ নিতে মরিয়া সিবুলকোভা। সেক্ষেত্রে তার সামনে এখন বড় বাধা কার্লা সুয়ারেজ নাভারো। সেমিফাইনালে যে স্প্যানিশ এই টেনিস তারকাকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন তিনি। লিঞ্জ ওপেনের চতুর্থ বাছাই কার্লা সুয়ারেজ নাভারো কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডেনিসা এ্যালার্তোভাকে। তবে শেষ আটের বাধা পেরোতে রীতিমতো ঘাম ঝরেছে তার। কার্লা সুয়ারেজ নাভারো এদিন ৬-৪, ৪-৬ এবং ৬-২ সেটে পরাজিত করেন এ্যালার্তোভাকে। তবে লিঞ্জ ওপেনের কোয়ার্টার ফাইনালের বড় অঘটন গারবিন মুগুরুজার বিদায়। সুইজারল্যান্ডের অখ্যাত খেলোয়াড় ভিক্টোরিজা গোলুবিকের বিপক্ষে এদিন প্রথম সেটে ৭-৫ সেটে হেরে যান তিনি। যদিওবা দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা। কিন্তু তৃতীয় সেট যখন ৪-৪।
×