ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেলসি ৩-০ লিচেস্টার সিটি

স্ট্যামফোর্ড ব্রিজে বিধ্বস্ত লিচেস্টার সিটি

প্রকাশিত: ০৫:৩১, ১৬ অক্টোবর ২০১৬

স্ট্যামফোর্ড ব্রিজে বিধ্বস্ত লিচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার থেকে আবারও শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের লড়াই। প্রথমদিনের প্রথম ম্যাচেই চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। কিন্তু নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি এদিন ৩-০ গোলে হারিয়েছে লিচেস্টার সিটিকে। ব্লুজদের হয়ে গোল করেছেন দিয়েগো কোস্তা, ইডেন হ্যাজার্ড এবং ভিক্টর মোসেস। বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত শুরু করে চেলসি। দলকে প্রথমে এগিয়ে দেন দিয়েগো কোস্তা। ম্যাচ শুরুর ৭ মিনিটেই অসাধারণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান তিনি। তারপরও থেমে নেই ব্লুজদের গোল করার প্রচেষ্টা। ম্যাচের ৩৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে এ্যান্তোনিও কন্তের শিষ্যরা। এবার গোলের নায়ক ইডেন হ্যাজার্ড। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কন্তের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য সবধরনের চেষ্টা করে লিচেস্টার সিটি। কিন্তু কোনভাবেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙ্গতে পারেনি ক্লদিও রানিয়েরির শিষ্যরা। বরং ম্যাচের ৮০ মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোল করেন ভিক্টর মোসেস। এর ফলে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমের শুরুটা বেশ ভালই করেছিল চেলসি। কিন্তু প্রথম তিন ম্যাচ জেতার পরই যেন খেই হারিয়ে ফেলেন কন্তের শিষ্যরা। শুধু তাই নয়, বাজে পারফর্মেন্সের কারণে কন্তের বরখাস্তের খবরও রটে যায়। যে কারণে লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি কন্তের জন্য হয়ে দাঁড়ায় অগ্নিপরীক্ষা। শেষ পর্যন্ত হেসে-খেলেই জিতলেন কন্তের শিষ্যরা। এই জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। মৌসুমের প্রথম ৮ ম্যাচের পাঁচ জয় এক ড্র আর বাকি দুটিতে হারায় তাদের সংগ্রহে ১৬ পয়েন্ট। আর বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির অবস্থান ১৩। এখন পর্যন্ত কেবল দুই ম্যাচে জয় দেখেছে ক্লদিও রানিয়েরির দল। দুটিতে ড্র আর বাকি চার ম্যাচেই হারের লজ্জা পেয়েছে গত মৌসুমেই ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়া লিচেস্টার সিটি। প্রিমিয়ার লীগে শনিবার পর্যন্ত শীর্ষে যথারীতি ম্যানচেস্টার সিটি। সাত ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। এই মৌসুমে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচে হেরেছে পেপ গার্ডিওলার দল। এছাড়া প্রিমিয়ার লীগের দুই ও তিন নাম্বারে অবস্থান করছে যথাক্রমে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল। তাদের পরেই লিভারপুল। প্রিমিয়ার লীগের পরের ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে অলরেডদের। কেননা সোমবারই যে এ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিবে জার্গেন ক্লপের লিভারপুল। জাহানারাদের কোচ হলেন ক্যাপেল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার ডেভিড ক্যাপেল। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মহিলা এশিয়া কাপ ক্রিকেট। সে কারণে ইতোমধ্যেই অনুশীলন ক্যাম্প শুরু করেছে মহিলা ক্রিকেটাররা। নির্দিষ্ট সময় না জানালেও অচিরেই ক্যাপেল দলের সঙ্গে যোগ দেবেন এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাপেলের সঙ্গে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ বাছাই পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। ১০ দলের সে বাছাইয়ে অবশ্য ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কারণে সরাসরি খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মহিলা দল। বাকি আট দল বিভিন্ন আঞ্চলিক চ্যাম্পিয়ন থেকে অংশ নেবে। বাছাই থেকে সেরা চারটি দল ২০১৭ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে ৫৩ বছর বয়সী ক্যাপেল লেভেল ৪ শ্রেণীর কোচ। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত তিনি ইংল্যান্ড মহিলা দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
×