ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেস্ট দলে থাকছেন মিরাজ, মোসাদ্দেক

প্রকাশিত: ০৫:৩০, ১৬ অক্টোবর ২০১৬

টেস্ট দলে থাকছেন মিরাজ, মোসাদ্দেক

স্পোর্টস রিপোর্টার ॥ আর চারদিন বাকি। এরপরই বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের বল গড়াবে। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্টের দলই আগে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর দ্বিতীয় টেস্টের দল ঘোষণা দেবে। সেই ঘোষণা সোমবার আসবে। তবে বিসিবির একটি সূত্রে যতদূর জানা গেছে, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত টেস্ট দলে থাকতে পারেন। সত্যিই কি থাকবেন এই দুই ক্রিকেটার? তাহলেতো টেস্টে নতুন দুই মুখকেই এবার পাবে বাংলাদেশ দল। যদি স্পিন অলরাউন্ডার মিরাজের টেস্ট অভিষেকও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হয়ে যায়, তাহলেতো পোয়াবার। টেস্ট ক্রিকেট দিয়েই জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। তবে মোসাদ্দেক অবশ্য জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ফেলেছেন। ওয়ানডে খেলেছেন এরই মধ্যে ৫টি। একটি টি২০ ম্যাচও খেলেছেন। এবার তার সামনে তাহলে টেস্টেও অভিষেক হওয়ার সম্ভাবনা আছে। মেহেদী হাসান নির্ধারিত ওভার ক্রিকেটের চেয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই বেশি কার্যকর। সেটি তিনি প্রমাণও করেছেন। ১২টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। ১৪ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েই ৪০.৩০ গড়ে ৫২৪ রান করেছেন। উইকেট নিয়েছেন আবার ৪১টি। গতবছর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় খুলনার ছেলে মিরাজের। জাতীয় ক্রিকেট লীগে অভিষেক মৌসুমেই ঝলক দেখান। ব্যাট হাতে খুলনার হয়ে ৫ ম্যাচের মধ্যে ৭ ইনিংসে ব্যাটিং করে ৩৫.১৪ গড়ে ২৪৬ রান করেন। বল হাতে ৫ ম্যাচেই নেন ৩০ উইকেট। প্রতিম্যাচে গড়ে ৬ উইকেট করে শিকার করেন! উইকেট শিকারের দিক থেকে দ্বিতীয় সেরা বোলার হন এ অফ স্পিনার। ক্যারিয়ারের দ্বিতীয় প্রথম শ্রেণীর ম্যাচেই ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ৬৭ রানের ইনিংস খেলার সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট (৬ ও ২) নেন। পরের ম্যাচেই রংপুরের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে সাড়া ফেলে দেন মিরাজ। তখন থেকেই নির্বাচকদের ভাবনায় চলে আসেন। আবার একদিকে যখন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ, সেই মুহূর্তগুলো জাতীয় লীগ খেলেই কাটাচ্ছিলেন মিরাজ। বরিশালের বিপক্ষে ম্যাচে যখন ৭৩ রানের ইনিংস খেলেন এবং দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেন, ইংল্যান্ড একাদশের বিপক্ষে দ্বিতীয় দুইদিনের ম্যাচের জন্য বিসিবি একাদশে রাখা হয় তাকে। যখন জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে চট্টগ্রামে অনুশীলন করেন মিরাজ, তখনই বোঝা হয়ে যায় টেস্ট দলে থাকতে যাচ্ছেন এ অলরাউন্ডার। তার সঙ্গে মোসাদ্দেককেও এবার টেস্ট দলে দেখা যেতে পারে। মোসাদ্দেক নির্ধারিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে খেলার সুযোগ পেয়েছেন। অথচ এ ক্রিকেটার কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেটেই বেশি পারদর্শী। এ অলরাউন্ডার ১৮টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০ ইনিংস ব্যাট করেই ৭০.৮৯ গড়ে ১৯৮৫ রান করে ফেলেছেন। ৭টি শতকও রয়েছে। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ২৮২ রান। বল হাতে ১৬ উইকেটও নিয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে দুই ম্যাচে ডাবল শতক হাঁকান মোসাদ্দেক। এমনকি মাত্র ১০টি প্রথম শ্রেণীর ম্যাচেই এক হাজার রান করে ফেলেন। ১২টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনটি ডাবল শতক হাঁকান! এ নৈপুণ্যই টেস্টে টানছে মোসাদ্দেককে। এবার সেই সুযোগটি ধরা দিতেও পারে। যতদূর জানা গেছে, এবার টেস্ট দলে মোসাদ্দেকের সঙ্গে থাকতে পারেন মিরাজও!
×