ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যাচের আগেই উত্তাপ শুরু

প্রকাশিত: ০৫:৩০, ১৬ অক্টোবর ২০১৬

ম্যাচের আগেই উত্তাপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দুর্দান্ত শুরু করেছিলেন জোশে মরিনহো। প্রিমিয়ার লীগের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছিল তার দল। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা। স্পেশাল ওয়ানের অধীনে শেষ চার ম্যাচে জয় মাত্র একটিতে। দুটিতে হার আর বাকি ম্যাচে ড্র করেছে ম্যানইউ। তবে সোমবার কঠিন পরীক্ষার সামনে জোশে মরিনহোর দল। কেননা সেই ম্যাচে যে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত গতিতে ছুটতে থাকা লিভারপুল। ম্যাচটিও হবে এ্যানফিল্ডে। তাই এ্যানফিল্ডের সেই লড়াইয়েই চোখ রাখছেন প্রিমিয়ার লীগের সমর্থকরা। তবে এ্যানফিল্ডের সেই ম্যাচ নিয়ে মোটেই ভীত নন ইউনাইটেডের অভিজ্ঞ কোচ মরিনহো। তার মতে এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর পুরো মৌসুম নির্ভর করবে না। এ প্রসঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ বলেন, ‘এই মৌসুম শুধু এ্যানফিল্ডের ম্যাচ কিংবা জানুয়ারিতে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচের ওপর নির্ভর করছে না। এ মৌসুমে সফল হতে হলে আরও অনেক পয়েন্ট অর্জন করতে হবে।’ এ সময় স্পেশাল ওয়ান আরও বলেন, ‘এ্যানফিল্ডে খেলতে আমার সবসময়ই পছন্দ। সেখানে আমি বড় ম্যাচে জিতেছে এবং হারের স্বাদও পেয়েছি। সেখানকার পরিবেশটা আমার খুব ভাল লাগে সেইসঙ্গে ম্যাচের বৈশিষ্ট্যও। এটা অনেক বড় ম্যাচ, যাকে ইন্টার বনাম মিলান, রিয়াল বনাম বার্সিলোনা কিংবা পোর্তো বনাম বেনফিকার সঙ্গে তুলনা করা যেতে পারে।’ প্রিমিয়ার লীগের প্রথম সাত ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ম্যানইউ। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে লিভারপুলের অবস্থান চতুর্থ। পয়েন্ট ১৬। শেষ চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে জার্গেন ক্লপের দল। ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠেও জয়ের বিকল্প ভাবছেন না সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের এই কোচ। তবে মরিনহো জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে তার দলে নেই কোন ইনজুরির খবর। যে কারণে অলরেডদের বিপক্ষে ম্যাচটা যে হাড্ডাহাড্ডি হবে তা অনুমিতই। এদিকে চলতি মৌসুম শুরুর আগেই প্যারিস সেইন্ট জার্মেইন থেকে জ¬াতান ইব্রাহিমোভিচকে ওল্ড ট্র্যাফোর্ডে কিনে আনেন জোশে মরিনহো। তার আগে আয়াক্স, জুভেন্টাস, বার্সিলোনাতেও নিজের জাত চিনিয়েছেন তিনি। নতুন করে ঠিকানা গড়া রেড ডেভিলদের জার্সিতেও মাঠ কাঁপাচ্ছেন ইব্রাহিমোভিচ। মরিনহোর অধীনে মৌসুমের প্রথম সাত ম্যাচ খেলেই প্রতিপক্ষের জালে চারবার বল জড়িয়েছেন সুইডিশ স্ট্রাইকার। তবে নতুন খবর হলো ম্যানচেস্টার ইউনাইটেডের এই সুইডিশ স্ট্রাইকারকে নাকি ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) দেখা যাবে! তাও আবার দিল্লী ডায়নামোসের হয়ে খেলবেন ইব্রাহিমোভিচ। ভবিষ্যতে আইএসএলে ইব্রাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন দিল্লীর কোচ জিয়ানলুকা জামব্রোতা। এ প্রসঙ্গে দিল্লীর কোচ বলেন, ‘আমি মনে করি ক্যারিয়ারের শেষের দিকে আইএসএল খেলতে আসবেন ইব্রাহিমোভিচ। তবে আমি চেষ্টা করব যাতে ও দিল্লী­ডায়নামোসেই খেলেন। ভারতীয় সমর্থকরা ইব্রাকে আইএসএলে দেখলে খুশি হবেন।’ এ সময় জামব্রোতা আরও বলেন, ‘ডেল পিয়েরো আমাকে আইএসএল ও এই ক্লাবের কথা বলেছে। তারপর আমি এই ক্লাবে খেলার সুযোগ পেয়েছি।’ ১৯৯৯ থেকে ২০০৬ পর্যন্ত ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের জার্সিতে খেলেছেন জামব্রোতা। ইতালির জার্সিতে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার। জুভেন্টাসে দুই বছর ইব্রার সঙ্গে একত্রে খেলেছেন জামব্রোতা। শুধু তাই নয়, পরবর্তীতে মিলানেও দেখা হয়েছে তাদের। তাই ইব্রার সঙ্গে জামব্রোতার সম্পর্কটা বেশ গভীর। তবে ইব্রাহিমোভিচ আসলেই ইন্ডিয়ান সুপার লীগ খেলতে আসবেন কি না সেটার সঠিক উত্তর এখন সময়ের হাতে। কিন্তু আইএসএলকে নিয়ে দারুণ আশাবাদী দিল্লীর কোচ। তার মতে ভবিষ্যতে আইএসএল সেরা পাঁচটি লীগের মধ্যে অন্যতম হবে। আমি নিশ্চিত ভবিষ্যতে এটা ঘটবে।’
×