ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে লড়াই শুরু আজ

প্রকাশিত: ০৫:৩০, ১৬ অক্টোবর ২০১৬

ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে লড়াই শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। উপমহাদেশে বাইরের দলগুলোর করুণ পরিণতি ফুটে উঠেছে আরও একবার। ঘরের মাটিতে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা যে বরাবরাই ভয়ঙ্কর, অপ্রতিরোধ্য, সেটি প্রমাণিত সত্য। তাহলে কিউইদের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া পাঁচ ওয়ানডে সিরিজেও কি ফেবারিট ভারত? দুটি কারণে উত্তরটা সহজ নয়! প্রথমত, রঙিন পোশাকে এই মুহূর্তে ভারতের চেয়ে ভাল ক্রিকেট খেলছে কোরি এ্যান্ডারসনের দল। বড় প্রমাণ আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নিউজিল্যান্ড, এক ধাপ পিছিয়ে ধোনির দল ‘চার’ নম্বরে। তার ওপর রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামির মতো তারকা পারফর্মার বিশ্রামে। ইনজুরিতে শিখর ধাওয়ান, জ্বরের জন্য আজ মাঠে নামতে পারছেন না ‘স্পেশালিস্ট’ সুরেশ রায়না। বড় প্রশ্ন, তাহলে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হচ্ছেন কে? ধর্মশালায় পৌঁছে ভারতীয় ম্যানেজমেন্ট ব্যাটসম্যানদের যেভাবে নেট প্র্যাকটিস করিয়েছে, তাতে মনে হচ্ছে, রোহিতের সঙ্গে অজিঙ্কা রাহানেকে দেখা যেতে পারে। ‘ওপেন করতে হবে কি না জানি না। তবে এটা ঠিক যে এই সিরিজে আমাদের ব্যাটিং অর্ডারটা নতুন।’ বলেন রাহানে। ধোনি-বিরাট কোহলিদের সঙ্গে দলে আছেন মাণিশ পা-ে, জয়ন্ত যাদব আর কেদার যাদবের মতো তরুণ। ভারতের ব্যাটিং অর্ডারে তাই ব্যাপক অদল-বদল স্পষ্ট। তুখোড় বিরাট তিনে, আর মাণিশ পা-ে খেলতে পারেন চার নম্বরে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বড় স্কোর হবে বলে মনে করছেন পিচ কিউরেটর সুনীল চৌহান, ‘এখানে ৩০০ রান ওঠা কোন ব্যাপারই নয়। কেবল ঠিকঠাক ব্যাটিং করতে পারলেই হলো। আর কোন রানই নিরাপদ নয়, তাই টস ফ্যাক্টর হবে না!’ দিবারাত্রির ম্যাচ। শীত আসি আসি করছে। রাতের দিকে শিশির পড়লে পেসাররা হয়তো কিছুটা সুবিধা পেতে পারেন বলেও মনে করেন তিনি। অশ্বিন-জাদেজার অনুপস্থিতিতে ধোনিকে জয়ন্ত যাদব-অক্ষর প্যাটেলের মতো তরুণ স্পিনারের ওপর নির্ভর করতে হচ্ছে। আর পেস আক্রমণের দায়িত্বে থাকবেন উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, হারদিক পা-িয়ারা। রাহানে বলেন, ‘ওয়ানডেতে নিউজিল্যান্ড ভাল দল। তবে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে না ভেবে আমরা নিজেদের শক্তি অনুযায়ী আগ্রাসী ক্রিকেটই খেলব।’ টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর অধিকাংশ তরুণ ক্রিকেটারে গড়া দল নিয়ে ধোনির জন্য এটি আরও একটি চ্যালেঞ্জ। গত টি২০ বিশ্বকাপে গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনার-ইশ সোধীর মতো স্পিনারদের ভারতে দীর্ঘ খেলার অভিজ্ঞতা কিউইদের জন্য বাড়তি পাওনা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তুখোড় উইলোবাজ কোরি এ্যান্ডারসন। কে না জানে কোরি মানেই আগুন, এবি ডি ভিলিয়ার্স-শহীদ আফ্রিদিদের মতো খুনে ব্যাটিং। সেই কোরি বলেন, ‘বাড়িতে বসে টিভিতে দলের টেস্ট হার দেখাটা ছিল কষ্টের। কিন্তু এটা অন্য ফরমেট। ওয়ানডেতে আমরা ভালই খেলি। দলেও বেশ কিছু পরিবর্তন এসেছে।’ বদলের মধ্যে অন্যতম পেসার টিম সাউদির ঢোকা। ট্রেন্ট বোল্টের সঙ্গে দুর্ধর্ষ পেস জুটি। দ্বিতীয় পরিবর্তন কোরি নিজে। ৪০ ওয়ানডেতে ১০১৬ রান আহমরি নয়, বড় তার স্ট্রাইক রেট ১১৪.৮০। ‘ভারতকে মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত’ যোগ করেন তিনি। ব্যাটিংয়ে মার্টিন গাপটিল, অধিনায়ক উইলিয়ামসন, টম লাথাম, লুক রনকি, রস টেইলর, বিজে ওয়াটলিং সবাই পরিক্ষিত। ১৯৭৫ থেকে দু’দল মোট ৯৩টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। ভারতের জয় ৪৬, আর কিউইদের ৪১টিতে। একটি ম্যাচ ‘টাই’ হয়।
×