ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাইফবয়ের ক্যাম্পেন

শিশুদের নিয়ে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার শপথ নিলেন সাকিব

প্রকাশিত: ০৫:২৬, ১৬ অক্টোবর ২০১৬

শিশুদের নিয়ে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার শপথ নিলেন সাকিব

ডায়রিয়ার মতো মারাত্মক রোগে প্রতিঘণ্টায় মারা যায় বহু শিশু, যাদের অধিকাংশেরই বয়স পাঁচ বছরের কম! নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হয়ত এই মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই ভাবনা মাথায় রেখেই প্রতিবছর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিশ্বের ১ নম্বর হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয় বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে। বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৬ উপলক্ষে এবার লাইফবয় আয়োজন করেছে ‘করো হাই ফাইভ’ নামে বিশেষ ক্যাম্পেনের। এবারও লাইফবয়-এর কার্যক্রমের সঙ্গে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই অংশ হিসেবে লাইফবয়-এর সঙ্গে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন সাকিব আল হাসান। সাকিবকে দেখেই শিশুরা আনন্দিত হয়ে ওঠে। কারণ তারা সাকিবের সঙ্গে হাই ফাইভ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। সাকিব সেখানে শিশুদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান এবং লাইফবয় টিমের সঙ্গে যুক্ত হয়ে শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন। তারপর সাকিব শিশুদের সঙ্গে নিয়ে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার শপথ গ্রহণ করেন। শিশুদের সঙ্গে সাকিব লাইফবয় দিয়ে হাত পরিষ্কার করেন এবং একে একে তাদের সঙ্গে হাই ফাইভ করেন। এরপর সাকিব নিজেই শিশুদের সঙ্গে সেলফি তোলেন। বিশ্ব হাত ধোয়া দিবস-এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর জাভেদ আখতার, লাইফবয়-এর ব্র্যান্ড ম্যানেজার, এ্যাক্টিভেশন ম্যানেজারসহ আরও অনেকে। গত বছরের তুলনায় এবারে লাইফবয়-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আরও স্পেশাল বলে জানান সাকিব আল হাসান। কারণ, এখন একজন বাবা হিসেবে তিনি নিজেও শিশুর স্বাস্থ্য সচেতনতায় আরও বেশি যতœশীল। তাই শত ব্যস্ততার মাঝেও তিনি শিশুদের মাঝে এসেছিলেন লাইফসেভিং অভ্যাস শেখার ব্যাপারে তাদের আগ্রহী করে তুলতে। ‘করো হাই ফাইভ’ ক্যাম্পেনে অংশ নিতে প্রথমে সাবান দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। তারপর সেই পরিষ্কার হাত দিয়ে কোন এক বন্ধুর সঙ্গে হাই ফাইভ করে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে ষরভবনঁড়ুনধহমষধফবংয@মসধরষ.পড়স-এই ঠিকানায় অথবা ইনবক্স করতে হবে লাইফবয় বাংলাদেশ-এর ফেসবুক পেইজে। প্রতিটি ছবির জন্য লাইফবয়-এর পক্ষ থেকে ৫টি শিশুকে শেখানো হবে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস। কারণ, লাইফবয় বিশ্বাস করে, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতো ছোট একটা অভ্যাসই হয়ত বাঁচাতে পারে ডায়রিয়ার কারণে প্রতিবছর অকালে মারা যাওয়া হাজারো শিশুর জীবন।Ñবিজ্ঞপ্তি
×