ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে হাতি আশ্রম

প্রকাশিত: ০৫:১৮, ১৬ অক্টোবর ২০১৬

ব্রাজিলে হাতি আশ্রম

লাতিন আমেরিকার ব্রাজিলে প্রথম হাতির আশ্রম খোলা হয়েছে। পরিত্যক্ত ও বয়স বেশি হয়ে যাওয়া প্রায় ৫০টি সার্কাসের হাতির স্থান সংকুলান হবে এখানে । আশ্রমটির প্রথম বাসিন্দা হিসেবে গুইদা ও মাইয়া নামের চল্লিশোর্ধ দুটি হাতি আশ্রমে আনা হয়েছে। আশ্রমের হাতিগুলোকে চিকিৎসা সেবা এবং বনাচ্ছাদিত চারণভূমিতে বসবাসের সুযোগ দেয়া হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রুপ গ্লোবাল স্যাঙ্কচুয়ারি ফর এলিফ্যান্ট হাতি আশ্রম তৈরির জন্য এখানে ২ হাজার ৮০০ একর জমি ১০ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছে। পাঁচ বছর সময়ের মধ্যে তাদের এই অর্থ পরিশোধ করতে হবে। বন্ধ হয়ে যাওয়া সার্কাস পার্টি অথবা এ ধরনের বিনোদনমূলক কাজে ব্যবহার শেষে পরিত্যক্ত হাতিকে এই আশ্রমে জায়গা দেয়া হবে। বর্তমানে ওই আশ্রমে থাকা হাতি দুটোকে থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। ওগুলোকে অবৈধভাবে সার্কাসে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আশ্রমটির অবস্থান ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে। প্রথম দফায় ছয়টি প্রাণীকে এখানে আশ্রয় দেয়া হবে। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত হবে না বলে জানা গেছে। -বিবিসি
×