ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হেলমেট ছাড়া চালানো যাবে

প্রকাশিত: ০৫:১৮, ১৬ অক্টোবর ২০১৬

হেলমেট ছাড়া চালানো যাবে

বাইক চালাতে হলে হেলমেট পরাটা বাধ্যতামূলক। আইনী বাধ্যবাধকতা ছাড়াও ব্যক্তিগত নিরাপত্তার জন্যই হেলমেট ব্যবহার আবশ্যক। কিন্তু হেলমেট পরা অনেক বাইক ব্যবহারকারীর কাছেই একটি যন্ত্রণাদায়ক কাজ। তাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিতে বিখ্যাত জার্মান মোটর নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ এমন বাইক আনতে যাচ্ছে যাতে হেলমেট পরার প্রয়োজন হবে না। বিএমডব্লিউ দাবি করেছে, তাদের নতুন ডিজাইনের বাইক হবে সম্পূর্ণ নিরাপদ। প্রতিষ্ঠার শততম বার্ষিকী স্মরণীয় করে রাখতেই বিএমডব্লিউ চমক জাগানো প্রকল্পটি হাতে নিয়েছিল। বাইকটির নাম দেয়া হয়েছে, ‘নেক্সট ১০০ মোটরসাইকেল’। সংস্থার দাবি, বাইকটি হবে সেল্ফ ব্যালান্সিং। চালক ফেল করলেও নিজেই নিজেকে ব্যালান্স করে সোজা থাকবে এই বাইক। বাইক আরোহীর কাত হয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে না। -দ্য সান
×