ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাদিজার অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৫:১৬, ১৬ অক্টোবর ২০১৬

খাদিজার অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে খাদিজা। বখাটে বদরুলের হামলায় গুরুতর আহত খাদিজা বাঁচার স্বপ্ন দেখছে এখন। খাদিজার সুস্থতার স্বপ্ন দেখছে তার পরিবার আত্মীয়-স্বজনসহ অগণিত মানুষ। সরকারও খাদিজার পাশে দাঁড়িয়েছে। বহন করছে হাসপাতালের ব্যয়। খাদিজার পরিবারের এই দুঃসময়ে সরকার হাত বাড়ানোতে সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। মনোবল বেড়েছে পরিবারের সদস্যদের। শনিবার খাদিজাকে হাসপাতালের আইসিইউ থেকে সরিয়ে এইচডিইউতে রাখা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে এটা অগ্রগতির লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। খাদিজার বড় ভাই শারনান আল শাহীন বলেন, খাদিজার বাম পাশ এখনও অবশ অবস্থায় রয়েছে। ব্রেন-এর ডান পাশে গুরুতর আঘাত লাগায় তার শরীরের বাম পাশ ভাল হতে আরও সময় লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন। খাদিজার দুই হাতে দু’একদিনের মধ্যে সোমবার/মঙ্গলবার অপারেশন করবেন অর্থপেডিক বিভাগের ডাক্তাররা। হাসপাতালে খাদিজাকে দেখে এসে তার চাচা আব্দুল কুদ্দুস বলেন, ‘খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ওকে দেখতে আসার জন্য চিকিৎসকরা বলেছিলেন। তাই দেখতে আসছিলাম। এ সময় সে আমাদের দিকে তাকিয়ে দেখছিল এবং ডান হাত ও পা নাড়াচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই কেমন যেন চমকে উঠে কাঁদতে শুরু করে সে।’ চাচা আব্দুল কুদ্দুসের ধারণা, বখাটে বদরুলের সেই নির্মম নৃশংসতার কথা মনে পড়াতেই হাসপাতালের বিছানায় আঁতকে উঠছে খাদিজা। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘খাদিজার বাম দিক এখনও আগের মতো রয়েছে। সেটা স্বাভাবিক হবে কিনা, তা বলতে পারছেন না ডাক্তাররা। তিন মাসের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তারা।’
×