ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাতিল হচ্ছে স্কার্ট

প্রকাশিত: ০৫:১৩, ১৬ অক্টোবর ২০১৬

বাতিল হচ্ছে স্কার্ট

ভারতের কর্নাটকের হাইস্কুলের মেয়েরা এখন থেকে স্কার্ট পরতে পারবে না। কর্নাটকের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে উচ্চ শ্রেণীর ছাত্রীদের স্কুলে শার্ট ও স্কার্ট পরা চলবে না। তাদের পরতে হবে চুড়িদার কোর্তা কিংবা সালওয়ার-কামিজ। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে নতুন নিয়ম। সরকারী স্কুলের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর প্রায় সাড়ে ছয় লাখ ছাত্রীর উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে। কর্নাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী তানভির সাইত বলেছেন, ‘মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পোশাকে এই পরিবর্তন আনা হচ্ছে। এছাড়া বহু বাবা-মায়ের থেকেও এ বিষয়ে অনুরোধ এসেছে। তাই স্কুলের পোশাকবিধিতে পরিবর্তন আনা হয়েছে।’ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্কার্ট ও শার্টের পরিবর্তে সালওয়ার-কামিজ চালু করার সিদ্ধান্তে সম্পূর্ণ মত রয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রায়ই মেয়েদের নানা রকম হেনস্থার সম্মুখীন হতে হয়। ভবিষ্যতে এমন অপ্রিয় ঘটনা এড়াতে পোশাকে এই পরিবর্তনের সিদ্ধান্ত আনা হয়েছে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। - টাইমস অব ইন্ডিয়া
×