ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের বারানসিতে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:১২, ১৬ অক্টোবর ২০১৬

ভারতের বারানসিতে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

বিডিনিউজ ॥ ভারতের উত্তর প্রদেশের বারানসিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার বারানসি শহরের ঐতিহাসিক রাজঘাট সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। ধর্মীয় নেতা জয় গুরুদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে গঙ্গা নদীর ওই সেতুটির কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল গুরুদেবের ভক্তরা। অনুষ্ঠানে শত শত ভক্ত এসে জড়ো হওয়ার এক পর্যায়ে পদদলনের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, যে পরিমাণ লোক আসার কথা ছিল, তা ছাপিয়ে কয়েক হাজার মানুষ সরু রাস্তা ধরে ঠেলাঠেলি করে এগোতে থাকার সময় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, সেতু ধসে পড়েছে এমন গুজবের রেশ ধরে হুড়োহুড়ি শুরু হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে, পড়ে থাকা জুতা, কাপড় ও বিভিন্ন জিনিসের মধ্যে নিহত ও আহতরা পড়ে আছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিচ্ছেন। ঘটনাস্থলে বেশ কয়েকটি এ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। এ ঘটনায় বারানসি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। ব্রিকসের সম্মেলন উপলক্ষে তিনি এখন গোয়ায় আছেন।
×