ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নিহত

প্রকাশিত: ০৫:১২, ১৬ অক্টোবর ২০১৬

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য  নিহত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শুক্রবার এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কুতুকছড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের বন্দুকযুদ্ধ চলে। আইএসপিআর জানায়, অভিযানের পর টহল দলটি ঘটনাস্থল থেকে একটি জি-৩ অটোমেটিক রাইফেল ও ১৯ রাউন্ড গুলি, একটি চায়নিজ সাব মেশিনগান ও ৪৯ রাউন্ড গুলি এবং একটি এইচকে-৩৩ অটোমেটিক রাইফেল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করে। সূত্র জানায়, কুতুকছড়িতে ইউপিডিএফের ১৫-২০ সদস্যের একটি সশস্ত্র দল দলীয় প্রধানের নেতৃত্বে গোপন বৈঠক করে পার্বত্য চট্টগ্রামের তান্দং, গঙ্গারাম, সাজেক, বঙ্গাতলী, ভিলাছড়ি, হামুক্কুছড়া, কুতুকছড়ি, মাইলছড়ি, সিদ্ধিরছড়িসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। গোপন বৈঠক শেষে ইউপিডিএফের সশস্ত্র দলটি গোপন আস্তানায় চলে যায়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা ৬টায় মহলছড়ি জোন সদর থেকে নিরাপত্তা বাহিনীর একটি দল দাতকুপিয়া এবং ভূঁয়াছড়ির মধ্যবর্তী স্থানে গিয়ে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গোপন আস্তানাটির সন্ধান পায় এবং আস্তানাটি ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানের তীব্রতায় সন্ত্রাসী দলটি টিকতে না পেরে অন্ধকারে পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ইউনিফর্ম পরিহিত ইউপিডিএফের এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ, তিনটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
×