ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩১, ১৬ অক্টোবর ২০১৬

টুকরো খবর

অধ্যক্ষের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নবকিশলয় হাই স্কুল এ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন, জুতা-ঝাঁড়ু মিছিল করেছেন অভিভাবকসহ এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও জুতা-ঝাঁড়ু মিছিল বের করেন তারা। এ সময় বক্তব্য রাখেনÑ নবকিশলয় হাই স্কুল এ্যান্ড গার্লস কলেজের সহকারী প্রধান শিক্ষিকা আক্তারুন্নেছা, স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ওসমান গনি বাবুল, কমিটির সদস্য মফিজুল ইসলাম বেপারী, অভিভাবক জামাল হোসেন, আলমগীর কবির শাওন, জাফর মোল্লা, হাওয়া বেগম, জয়নাল মিয়া, আব্দুস সালাম, সাদেক হোসেন, মনোয়ারা বেগম প্রমুখ। পটিয়ায় সন্ত্রাসীদের মহড়া নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৫ অক্টোবর ॥ পাকা আমন ধান কেটে নিতে চট্টগ্রামের পটিয়ায় চলছে সন্ত্রাসীদের মহড়া। পৌর সদরের পাইকপাড়া এলাকায় সংখ্যালঘুরা রাতজেগে পাকা ধান পাহারা দিচ্ছে। এলাকার ভাড়াটে চিহ্নিত সন্ত্রাসী পাইকপাড়া এলাকার সংখ্যালঘু সুমন দাশের পাকা ধান কেটে নিতে দিনরাত মহড়া দিচ্ছে। বিবদপূর্ণ জায়গা নিয়ে সুমন দাশের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আদালতে এ নিয়ে মামলা বিচারাধীন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও একই এলাকার কবির আহমদের ছেলে নুর আহমদ ও বিকাশ দাশ আমমোক্তারনামা নিয়ে পাকা ধান কেটে জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে। শুক্রবার রাতভর পাইকপাড়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এ পাকা ধান পাহারা দিয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৈলতলী রোডের পাইকপাড়া এলাকায় রশিদ চন্দ্র, জগবন্ধু দাশ, রমেশ চন্দ্র দাশ, নবীন দাশ ও কামিনী কুমার দাশের ৪০ শতক নাল জমি রয়েছে। তার মধ্যে ৩২ শতক ভূমি নিয়ে দীর্ঘদিন দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওয়ারিশসূত্রে মালিক রবীন্দ্র দাশের ছেলে সুমন আমমোক্তারনামা নিয়ে আদালতে মামলা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। সুমন আমন মৌসুমে বাহুলী মৌজার এ ৩২ শতক জায়গায় ধান রোপণ করেন। সুমন দাশ অভিযোগ করেছেন, তার পাকা ধান কাটতে প্রতিপক্ষের লোকজন দিনরাত মহড়া দিচ্ছে। একই এলাকার সুজিত দত্তগং প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়েছেন। বাল্যবিয়ে ॥ চারজনের দ- নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ অক্টোবর ॥ বোরহানউদ্দিন উপজেলায় বাল্যবিয়ের অপরাধে চারজনকে জেল-জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আবদুল কুদ্দুস। শুক্রবার রাত ১০টার দিকে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৈদ্যেরপুল এলাকার ওয়াহাব মিয়ার বাড়ির দরজার মসজিদে বিয়ে পড়ানোর প্রস্তুতিকালে চারজনকে আটক করে দ- প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম জানান, কুতুবা ইউনিয়নের মোখলেছুর রহমানের মেয়ে ইদারাহ মূল কেন্দ্র দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তারের (১৪) সঙ্গে একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের হাফিজউদ্দিনের ছেলে সবুজের (২৫) বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। ওই সময় বিয়ের কাজী মোশাররফ হোসেনকে এক মাস, বর সবুজকে ১৫ দিন ও হুজুর এমরানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়া ছেলের নানাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় বর ও কনের বাবা সটকে পড়েন। ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল দখলের চেষ্টা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার সকালে পুরাতন কাচারি এলাকায় একটি বেসরকারী হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় ৭-৮ জনের সন্ত্রাসী দল গ্র্যান্ড হাসপাতাল দখলের চেষ্টা করে। এ সময় হাসপাতালের রোগীসহ কর্মরত স্টাফদের তারা মারধর করে। ছিনিয়ে নেয় টাকা। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খান সাদাত জানান, প্রতিষ্ঠানটির অংশীদারিত্ব দাবি করে জিয়াউল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা হাসাপাতালে তা-ব চালয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করেছে। সদর থানা পুলিশ জানায়, ঘটনাটি তারা তদন্ত করছে। কৃষকের ঘর ভাংচুর নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ১৫ অক্টোবর ॥ চরফ্যাশনের জাহানপুর গ্রামে শনিবার বিকেলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আলমগীরের নেতৃত্বে ১০-১২ সন্ত্রাসী কৃষক এছহাক মিয়ার নির্মাণাধীণ ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। কৃষক এছহাক মিয়ার ছেলে ইউছুফ অভিযোগ করেন, প্রায় ৬০-৭০ বছর আগে তার দাদা মৃত জালাল আহম্মদ তিন একর জমি বন্দোবস্ত নিয়ে ওই জমিতে বসতঘর নির্মাণ করে ভোগদখল করেন, ওয়ারিশ সূত্রে তার পিতা এছহাক মিয়া ওই জমির মালিক হন। বিএনপি নেতা ডাঃ আলমগীর জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে ওই জমি দখলের চেষ্টায় আমাদের নির্মাণাধীন বসতঘর ভেঙ্গে দেয়। নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ভোলাহাট অটো মালিক ও চালক সমিতি শনিবার অটো মালিক সমিতির সদস্যদের ওপর নির্যাতন, অত্যাচার বন্ধের প্রতিবাদে ভোলাহাট মোহবুল্লাহ কলেজগেট হয়ে রহনপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনসহ গোলাম মোস্তফা বিশ্বাস এমপিকে স্মারকলিপি প্রদান করে। সমিতির সভাপতি সোনা নায়েকের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আলমগীর, শুকুর, রহিম প্রমুখ। বন্যহাতির আক্রমণে আরও এক নারী নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ অক্টোবর ॥ ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির অব্যাহত আক্রমণে মমেনা বেগম (৫০) নামে আরও এক নারী নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী। এর আগে বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী পানবর ও দুধনই গ্রামে বন্যহাতির আক্রমণে এক নারীসহ তিনজন নিহত হয়। এদিকে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বন বিভাগের লোকজন তাওয়াকুচা এলাকা পরিদর্শনসহ নিহত মমেনা বেগমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বন বিভাগের তাওয়াকুচা রেঞ্জ কর্মকর্তা আশরাফ আলী জানান, শুক্রবার রাত ৯টার দিকে বন্যহাতির দল মমেনা বেগমের বাড়িতে আক্রমণ চালিয়ে তার ঘরবাড়ি ভেঙ্গে দেয়। ওই সময় বন্যহাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে হত্যা করে তাকে। নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ অক্টোবর ॥ আশুলিয়ায় ‘উইনডি’ গ্রুপের ‘উইনডি এ্যাপারেলস’ নামক পোশাক কারখানায় তাসলিমা বেগম নামের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে মারা যাওয়াকে কেন্দ্র করে ওই কারখানার কয়েকশ’ শ্রমিক বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করে। এ সময় শ্রমিকরা তাসলিমার মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষের গাফলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি জানায়। সমাবেশ থেকে শ্রমিকরা তাসলিমার মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে তাসলিমার পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান। বিক্ষোভ মিছিল চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার কারখানায় কাজে যোগদানের পর অসুস্থ হয়ে পড়ে তাসলিমা। এ সময় সে ছুটি চাইলেও লাইনম্যান তাকে ছুটি না দিয়ে কাজ করতে বলে। পরে কাজ করা অবস্থায় ফ্লোরে পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। রাবির দশম সমাবর্তন ২৪ ডিসেম্বর রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করবেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৫৬ সালে। এরপর ১৯৬০, ’৬১, ’৬২, ’৬৫, ’৭০ ও ’৯৮ সালে অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সমাবর্তন। এর প্রায় ১৪ বছর পর ২০১২ সালের ২ ডিসেম্বর অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ১৮ জানুয়ারি বর্তমান প্রশাসনের সময়ে বিশ্ববিদ্যালয়ে নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান প্রার্থীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ অক্টোবর ॥ সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন কিরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদের শুক্রবার সন্ধ্যায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুন্দরগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এ আদেশ দেন। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হরিপুর ইউনিয়নের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর হরিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের আগের দিন শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নে কারেন্ট বাজার এলাকায় কাঠের নৌকা তৈরি করে গণসংযোগকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই জরিমানা করা হয়। ১৩ দিন পর কলেজছাত্রী উদ্ধার সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৫ অক্টোবর ॥ বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী রাশিদা খাতুন শনিবার উদ্ধার হয়েছে। গত ২ অক্টোবর শহরের পুরাতন বাজার থেকে হঠাৎ সে নিরুদ্দেশ হয়। এ ঘটনায় ৪ অক্টোবর রাশিদার ভাই আদিবুল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দেন। এরপর পুলিশ এজাহার নামীয় আসামি শহরের শাহাপুর ম-লপাড়ার খালেক মিয়ার ছেলে নূর মোহাম্মদকে গ্রেফতার করলেও রাশিদাকে উদ্ধার করতে পারেনি।
×