ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে অপহৃত যুবকের সন্ধান আজও মেলেনি

প্রকাশিত: ০৪:২৮, ১৬ অক্টোবর ২০১৬

বরিশালে অপহৃত যুবকের সন্ধান আজও মেলেনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঘরের বেড়া কেটে ঘুমন্ত যুবককে অপহরণের পর গুম করা হয়েছে। ঘটনার তিনদিন পরও পুলিশ নিখোঁজ যুবকের সন্ধান পায়নি। ঘটনাটি এক সময়ের সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চরফতেপুর গ্রামের। শনিবার সকালে দেখা গেছে, নিখোঁজ যুবক সালাম মোল্লার স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা, মা ও স্বজনদের আহাজারিতে ওই এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। নিখোঁজ ভাইয়ের সন্ধান চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের মতিন মোল্লার ছেলে জামাল মোল্লা। জানা গেছে, একই বংশের প্রভাবশালী আব্দুস ছত্তার মোল্লা, আফসার উদ্দিন ও ছিদ্দিক মোল্লা গংদের সঙ্গে ২০০৯ সাল থেকে তাদের পৈত্রিক জমিজমা নিয়ে আদালতে মামলা চলে আসছে। অতি সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ পাকা ভবন নির্মাণ করতে গেলে সালাম মোল্লা ওই জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা জারি করিয়ে পুলিশের মাধ্যমে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে গত ৫ অক্টোবর আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ বৈঠক বসে। ওইদিন বিরোধ মীমাংসা না হওয়ায় আগামী ১৭ অক্টোবর ফের বৈঠকের দিন ধার্য হয়। জামাল মোল্লা জানান, তার অপর দুই ভাই ঢাকায় বসবাস করায় তাদের সেজ ভাই সালাম মোল্লা বাড়িতে থেকে মামলা পরিচালনা করতেন। তিনি আরও জানান, গত ১৩ অক্টোবর বাড়িতে কেউ না থাকায় সালাম প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতে দুর্বৃত্তরা বসতঘরের টিনের বেড়া কেটে সালামকে অপহরণ করে নিয়ে যায়। সেই থেকে নিখোঁজ সালামের কোন সন্ধান মেলেনি।
×