ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গান নিয়ে অনেক দূর যেতে চাই ॥ ঐশী

প্রকাশিত: ০৪:২৬, ১৬ অক্টোবর ২০১৬

গান নিয়ে অনেক দূর যেতে চাই ॥ ঐশী

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঐশী। ‘দিল কি দয়া হয় না’ গানের মধ্য দিয়ে শ্রোতাদের নজরে আসেন। একটু একটু করে গানের ভুবনে আলো ছড়াচ্ছেন চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত এ কিশোরী। তার তৃতীয় এ্যালবাম ‘ঐশী হাওয়া’ প্রকাশ হয় এবারকার ঈদে সিএমভি এক্সক্লুসিভলি জিপি মিউজিকে। এ সম্পর্কে কথা হয় তার সঙ্গে। ‘ঐশী হাওয়া’ এ্যালবামে কেমন সাড়া পেলেন? ঐশী : দারুণ সাড়া পেয়েছি। আমার আগের এ্যালবামের গানে ফোক ছিল না। দ্বিতীয় এ্যালবামে ফোক ফিউশন ছিল। ‘ঐশী হাওয়া’ এ্যালবামে মেলোডিয়াস, কমার্শিয়াল ফোক সব ধরনেরই আভাস ছিল। একটা ভার্সেন্টাইল এ্যালবাম করার চেষ্টা করেছি। প্রদীপ সাহার কথায় ও নাজির মাহমুদের সুরে এর গানের সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ও ইমন চৌধুরী। কোন্ গানগুলো পরিচিতি এনে দিল আপনাকে? ঐশী : মূলত ‘দিল কি দয়া হয় না’ গানটি আমাকে পরিচিতি এনে দিয়েছে। লেজার ভিশনের ব্যানারে ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ নামে আমার প্রথম একক এ্যালবাম প্রকাশ হয়। এতে কোন ফোক ছিল না কিন্তু মেলোডিয়াস ও রক প্যাটান্ট ছিল। এ এ্যালবামের ‘তুমি চোখ মেলে তাকালে’ গানটির মিউজিক ভিডিও শ্রোতাদের মুগ্ধ করেছে। এছাড়া অদিত ফিচারিং ‘কাজল তোমার’ গানটা শ্রোতাদের খুব পছন্দ। গানের শুরুটা কেমন ছিল? ঐশী : চার বছর বয়সে মায়ের কাছেই গানে হাতেখড়ি। আমার মা-বাবা দুজনই সঙ্গীতপ্রিয় মানুষ। পরে ওস্তাদ মোহাম্মদ শরীফ ও হাফিজ উদ্দিন বাহারের কাছে উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীতে তালিম নিয়েছি। আপনার পছন্দের শিল্পী কারা? ঐশী : শ্রদ্ধেয়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতউল্লাহ, কনকচাঁপা, সামিনা চৌধুরীসহ আরও অনেকে। দেশের বাইরে লতা মুঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, টেইলর সুইফট, ডেমি লোভাটো ও ওয়ান ডিরেকশনের গান ভাল লাগে। তবে রুনা লায়লার গানের স্টাইল ও গায়কী সবচেয়ে বেশি পছন্দের। সেটা ফলো করে নিজের মতো গান করে যেতে চাই। গান ছাড়া আর কী করা হয়? ঐশী : গানের পাশাপাশি আমি একটি বেসরকারী মেডিক্যাল কলেজে পড়াশোনা করছি। গান নিয়ে অনেকদূর যেতে চাই। গানের সঙ্গেই থাকতে চাই আজীবন। -গৌতম পাণ্ডে
×