ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে ফের জঙ্গী হামলা, নিহত ২ সেনা

প্রকাশিত: ০৪:২৪, ১৬ অক্টোবর ২০১৬

কাশ্মীরে ফের জঙ্গী  হামলা, নিহত  ২ সেনা

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে শুক্রবার আধাসামরিক বাহিনীর গাড়িবহরের ওপর জঙ্গীদের অতর্কিত হামলায় দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জঙ্গীগোষ্ঠী আল-উমর মুজাহিদীন এ হামলার দায় স্বীকার করেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ওয়েবসাইটের। উর্ধতন এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রীনগরের কাছে জাকুরায় অবস্থিত আধাসামরিক বাহিনী সিআরপিএফের শিবিরের কাছে বাহিনীর কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গীরা। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অন্তত ৩-৪ জন জঙ্গী এ হামলা চালায়। হামলার পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে জঙ্গী পালিয়ে যায়। ঘটনাস্থলে আরও সেনা পাঠানো হয়েছে এবং জঙ্গীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন সেনারা। নিহত দু’জনের মধ্যে একজন আধাসামরিক বাহিনীর কর্মকর্তা ও অপরজন পুলিশ কর্মকর্তা। হাসপাতালে নেয়ার পর তারা মারা যান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয় ১৮ সেপ্টেম্বর। তখন উরির সেনাঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গীরা ১৯ জন ভারতীয় সৈন্যকে হত্যা করে।
×