ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্রীনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ চুক্তি

প্রকাশিত: ০৪:২৪, ১৬ অক্টোবর ২০১৬

গ্রীনহাউস গ্যাস  নিঃসরণ হ্রাসে  গুরুত্বপূর্ণ চুক্তি

বিশ্বের প্রায় দু’শ’ দেশের প্রতিনিধি গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাসে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে এইচএফসিএস’র ব্যবহার কমানোর ব্যাপারে শনিবার সম্মত হয়েছেন। একে বৈশ্বিক উষ্ণতা কমানোর ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির। রুয়ান্ডার রাজধানীতে ‘হাইড্রোফ্লোরোকার্বন (এইচ এফসিএস) ব্যবহার বন্ধ’ শীর্ষক এক বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রুয়ান্ডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ভিনসেন্ট বিরুটা। তিনি বলেন, ‘সংশোধন ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ চুক্তির আগে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার মিগুয়েল আরিস কানেটে এক বিবৃতিতে বলেন, ‘এটা জলবায়ুর জন্য একটা বিরাট বিজয়। গত ডিসেম্বরে প্যারিসে আমরা যে অঙ্গীকার করেছিলাম তা এগিয়ে নিতে আমরা একটি গঠনমূলক পদক্ষেপ নিয়েছি।’ আজ আমরা গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের যে চুক্তি করলাম তাতে শতাব্দী শেষে বৈশ্বিক উষ্ণতা কমপক্ষে হাফ ডিগ্রি কমবে। ১৯৯০-এর দশকে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে রাসায়নিকের স্থলে এইচএফসিএস গ্যাস ব্যবহার শুরু হয়। এটা বৈশ্বিক উষ্ণতার ক্ষেত্রে বিপর্যয়কার প্রভাব ফেলে।
×