ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিবলের উত্তরাধিকারী নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ০৪:২৪, ১৬ অক্টোবর ২০১৬

ভূমিবলের উত্তরাধিকারী নিয়ে উদ্বেগ

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর দেশটির ভাবি রাজাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, থাই রাজা ভূমিবল দুই বছর ধরে অসুস্থ থাকাকালে এর বেশিরভাগ সময় থাই সিংহাসনের উত্তরাধিকারী ছেলে মাহা ভাজিরালংকরন ছিলেন দেশ থেকে অনেক দূরে। তিনি তার বোয়িং ৭৩৭ এ করে চষে বেড়িয়েছেন ইউরোপ। থেকেছেন জার্মানি ও অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের হ্রদ ও পর্বতের কাছের বিলাসবহুল হোটেলগুলোতে। ভাজিরালংকরনের ইউরোপীয় ধাঁচের ব্যয়বহুল লাইফস্টাইল এবং তার দামী গাড়ি ও নারী প্রীতির কারণে কয়েক দশক ধরে দেশটিতে বেশ উদ্বেগ দেখা দেয়। বর্তমানে তিনি সিংহাসনে আরোহন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রিয় রাজা ভূমিবলের মৃত্যুর পর অনেক থাই বাসিন্দা বলছেন, উত্তরাধিকার নিয়ে যে প্রক্রিয়া তা তারা এড়িয়ে যেতে পারলে ভাল হতো। রাজা ভূমিবল দেশটিতে ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। কিন্তু তা রাজনীতিতে বিশাল বিভেদ ও বর্তমান সামরিক জান্তার শাসনের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এখন অনেক থাই নাগরিকের প্রশ্ন- জনগণের প্রতি রাজার যে বড় ধরনের আত্মত্যাগ ছিল ঠিক সেটির অভাবের কারণে যুবরাজ দেশকে এক সুতায় গাঁথতে পারবেন কি? ক্রাউন প্রিন্সের (৬৪) জীবন ঝগড়া-বিবাদে পূর্ণ। বেশ কয়েকজন প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশটির জনগণ অল্পই জেনেছে। তার সমালোচকরা প্রশ্ন তুলেছেন, যুবরাজ যে পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন তার চরিত্র সেই পদের জন্য মানানসই কি? এদিকে ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, থাই রাজার মৃত্যুর পর অস্থায়ী রাজার দায়িত্ব পালনের জন্য প্রিভি কাউন্সিলের প্রেসিডেন্ট প্রেম তিনসুলান্দার নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় আইন পরিষদের সভায় রাজার উত্তরাধিকারীকে সিংহাসনে আরোহণের জন্য আহ্বান জানানো হলে অস্থায়ী রাজার দায়িত্ব শেষ হবে। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা বৃহস্পতিবার আইন পরিষদকে জানান, যুবরাজ মাহা ভাজিরালংকরন নতুন রাজা হিসেবে দায়িত্ব পালনের আমন্ত্রণ গ্রহণের আগে জাতির সঙ্গে শোক কাটিয়ে উঠতে কিছু সময় নিতে চান। -ওয়েবসাইট
×