ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রের ছদ্মবেশে পাকিস্তানে রাজতন্ত্র চলছে ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৪:২৩, ১৬ অক্টোবর ২০১৬

গণতন্ত্রের ছদ্মবেশে পাকিস্তানে রাজতন্ত্র চলছে ॥ প্রধান  বিচারপতি

গণতন্ত্রের ছদ্মবেশে পাকিস্তানে রাজতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি। পাঞ্জাব সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প অরেঞ্জ লাইন মেট্রো ট্রেন মামলার শুনানির সময় বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। পাঁচজন বিচারপতি নিয়ে গঠিত বেঞ্চের শীর্ষ বিচারক বলেন, গণতন্ত্রের নামে প্রতারণা করা হয়েছে জাতির সঙ্গে। যেখানে দুঃশাসনকে দেখানো হয়েছে সুশাসন হিসেবে। তাই জনগণকে সতর্কভাবে পরিস্থিতি মূল্যায়ন এবং প্রতিনিধি নির্বাচনের সময় বাছবিচার করে ভোটাধিকার প্রয়োগ করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। লাহোরের ১০টি ঐতিহাসিক স্থানের দুই শ’ ফুটের মধ্যে প্রাদেশিক কর্তৃপক্ষের উন্নয়ন কাজ বন্ধের নির্দেশ দিয়েছে লাহোর হাইকোর্ট। আর হাইকোর্টের ১৯ আগস্টের এ রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপীল করেছে পাঞ্জাব সরকার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নেসপাক, লাহোর উন্নয়ন কর্তৃপক্ষ (এলডিএ) ও পাঞ্জাব সরকারের আপীল গ্রহণ করেছে সর্বোচ্চ আদালতের বেঞ্চ। পাঞ্জাব সরকারের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন মাখদুম আলী খান। তিনি আদালতকে অবহিত করেন, উন্নয়ন কাজের জন্য কোন ধরনের আইন লঙ্ঘন করা হচ্ছে না। কারণ এটা জাতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। বেঞ্চের একজন সদস্য বিচারপতি আজমত সাঈদ শেখ বলেন, আমি খুশি। কারণ পাঞ্জাব সরকার প্রকল্পটি নিয়ে একেবারে অনড় নয়।
×