ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

প্রকাশিত: ০৪:২২, ১৬ অক্টোবর ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের (৯-১৩ অক্টোবর) লেনদেনে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস। এ সময় কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৭.৭৪ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিগুলোর এ দর বেড়েছে। এ তালিকায় উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমেÑ ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের ১৪.১৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৩.২৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১২.১২ শতাংশ, স্টাইল ক্রাফটের ১১.৭৩ শতাংশ, হামিদ ফেব্রিকসের ১০.১৬ শতাংশ, সামিট পাওয়ারের ৯.৬৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮.৩৩ শতাংশ, পেনিনসুলা চিটাগংয়ের ৭.৫৩ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৩৮ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×