ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের এসার রিফাইনারি কিনল রাশিয়া

প্রকাশিত: ০৪:২১, ১৬ অক্টোবর ২০১৬

ভারতের এসার রিফাইনারি কিনল রাশিয়া

ঋণের ভারে ধুকতে থাকা এসার রিফাইনারিকে রাশিয়ার বেশ কয়েকটি কোম্পানি মিলে কিনে নিয়েছে। এজন্য কোম্পানিগুলোকে নগদে গুনতে হচ্ছে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর। শনিবার উদীয়মান ৫ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এ চুক্তি হয়। যেসব কোম্পানি এসারকে কিনেছে সেগুলোর মধ্যে অন্যতম রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি রসনেফট। কোম্পানিটি এসারের ৪৯ শতাংশ শেয়ার কিনেছে। অন্য দুই কোম্পানি হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ট্রাফিগুরা গ্রুপ পিটিএ, রাশিয়ার বিনিয়োগ ফান্ড ইউনাইটেড ক্যাপিটাল পার্টনারস। এ দুই কোম্পানি কিনেছে ৪৯ শতাংশ। বাকি ২ শতাংশ এখন পুরনো শেয়ারহোল্ডারদের দখলে আছে। -অর্থনৈতিক রিপোর্টার
×