ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত দিন পর হিলি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৪:২০, ১৬ অক্টোবর ২০১৬

সাত দিন পর হিলি বন্দরে আমদানি-রফতানি  কার্যক্রম শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা ও মহরম উপলক্ষে এক সপ্তাহ বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসায় কর্মব্যস্ত হয়ে উঠে বন্দরের সকল কার্যক্রম। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ৭ অক্টোবর (শুক্রবার) থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। এ ছাড়া ১২ অক্টোবর মুসলমান সম্প্রদায়ের পবিত্র আশুরা এবং ১৪ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক সরকারী ছুটি ছিল। এ কারণে ভারতের হিলি এক্সপোর্টারস এ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম।
×