ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার

প্রকাশিত: ০৪:১৯, ১৬ অক্টোবর ২০১৬

বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাপানের মধ্য টোকিওর সুকিজি শহর একটি বিশেষ কারণে বিখ্যাত। মাছ প্রিয় বাঙালীরা তো আরও বেশি আকৃষ্ট হবে এ জায়গার প্রতি। কারণ সুকিজি হলো বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার। প্রতিদিন এ বাজার থেকে প্রায় ২ হাজার মেট্রিক টন সামুদ্রিক মাছ রফতানি হয়ে থাকে জাপানের বিভিন্ন প্রান্তে। মাছ ছাড়াও নানা ধরনের ফল রফতানিতে বিশেষ পরিচিতি রয়েছে সুকিজির। চলুন একবার ঘুরে আসা যাক সুকিজি মাছের বাজারে।
×