ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

প্রকাশিত: ০৯:০৫, ১৫ অক্টোবর ২০১৬

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শনিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৬’ পালন করা হবে। খবর বাসসর। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষদের অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরী, দিবসটি মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে। দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। এছাড়া সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি প্রধান অতিথি থাকবেন।
×