ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’

প্রকাশিত: ০৮:২৫, ১৫ অক্টোবর ২০১৬

‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে মানুষকে বেশি বেশি ডিম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে বিশ্বের অন্যান্য দেশের মতো সারাদেশে পালিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০১৬’। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’। রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রাজধানী ঢাকায় ছিল বিনামূল্যে ডিম বিতরণের কর্মসূচী। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি মৎস্য ভবন প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ও পোল্ট্রি ব্যবসায়ীরা অংশ নেন। ডিম খাওয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে তারা নানা ধারনের সেøাগান দেন। পরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×