ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমির ডিজিকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৮:১৯, ১৫ অক্টোবর ২০১৬

বাংলা একাডেমির ডিজিকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের একটি নম্বর থেকে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ‘জেএমবি-২’ নামে হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়। এদিকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। রাত সাড়ে ১২টায় শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জনকণ্ঠকে জানিয়েছেন, সকালে বাংলা একাডেমির সচিব আনোয়ার স্যার আমাকে ফোনে বলেন, ডিজি স্যারকে হুমকি দেয়া হয়েছে। আমি স্যারকে জিডি করতে বলেছি। কিন্তু শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত থানায় কেউ জিডি করতে আসেননি। এদিকে দুইদিন আগে বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়। ওই ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রামপুরা থানায় একটি জিডি করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
×