ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

প্রকাশিত: ০৮:১৪, ১৫ অক্টোবর ২০১৬

বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক প্রতিনিধি দল প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছে। খবর বাসসর। শুক্রবার দুপুর ১২টায় প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ১০ দিনের সফরে বাংলাদেশে প্রবেশ করেছে। যৌথ বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট (বিসিএম) প্রশিক্ষণে অংশ নিতে ভারতীয় এ দলে বিএসএফের ২১ জন সদস্য রয়েছে। ভারতের দিল্লীর প্রশিক্ষণ একাডেমির ডেপুটি কমান্ডেন্ট বুদ্ধ শাসন ধরের নেতৃত্বে ২১ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলে আরও আছেন বিএসএফের ৭ জন সিনিয়র অফিসার, ৯ জন জেসিও এবং ৫ জন সিপাই। সীমান্ত বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট বিষয়ে চট্টগ্রামের বাইতুল ইজ্জত সাতকানিয়া বিজিবি একাডেমিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ১০ দিনের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
×