ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্র্যাক মন্থন ডিজিটাল উদ্ভাবন পুরস্কার পেল রবি টেন মিনিট স্কুল

প্রকাশিত: ০৬:৪০, ১৫ অক্টোবর ২০১৬

ব্র্যাক মন্থন ডিজিটাল উদ্ভাবন পুরস্কার পেল রবি টেন মিনিট স্কুল

রবি টেন মিনিট স্কুল সম্প্রতি ব্র্যাক মন্থন ডিজিটাল উদ্ভাবন পুরস্কার ২০১৬ জিতেছে। মানসম্পন্ন শিক্ষা অর্জনের পথে অর্থনৈতিক ও ভৌগলিক বাধা দূর করতে অসামান্য অবদান রাখায় এ পুরস্কার দেয়া হয়। করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে রবি অনলাইন শিক্ষার প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ কার্যক্রমে সহযোগিতা করছে। ই-লার্নিং বিভাগে রবি- টেন মিনিট স্কুল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করে। এর আগেও অনলাইন শিক্ষার এ অগ্রগামী প্লাটফর্মটি গ্লোবাল এন্টাপ্রেনারশিপ সামিট এবং ক্লাস গ্লোবাল এক্সিলারেটর প্রোগ্রাম পুরস্কার জয় করে । এই অনলাইন স্কুলের ভিডিও লাইব্রেরিতে ৯১০টির বেশি টিউটোরিয়াল রয়েছে। এর মাধ্যমে স্কুলটি ১ লাখ ৬৮ হাজারের বেশি গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা মেটাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ক্লাসের লাইভ সম্প্রচার প্লাটফর্মটির একটি অনন্য ও সবচেয়ে আকর্ষণী ফিচার। লাইভ ক্লাসগুলো প্রতিদিন রাত ৮টায় শুরু হয়। বর্তমানে ৪৪ হাজারের বেশি ছাত্রছাত্রী এই ফেসবুক লাইভ ক্লাস গ্রুপের সক্রিয় সদস্য। ‘টেন মিনিট স্কুল’ (িি.ি১০সরহঁঃবংপযড়ড়ষ.পড়স) দেশের একমাত্র পরিপূর্ণ অনলাইন শিক্ষা সাইট যা শিক্ষার্থীদের টিউটোরিয়াল এবং লাইভ ক্লাসের সুবিধা দেয়। এর কুইজ ও মডেল টেস্টে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে পারে। Ñবিজ্ঞপ্তি
×