ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁ জাদুঘর পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশিত: ০৬:৪০, ১৫ অক্টোবর ২০১৬

সোনারগাঁ জাদুঘর পরিদর্শনে ব্রিটিশ  হাইকমিশনার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ অক্টোবর ॥ যুক্তরাজ্যের হাইকমিশনার এমএস এলসন ব্লেক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর ও পানাম নগরী পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তিনি সোনারগাঁওয়ে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরও ২০ জন সদস্য। তিনি ঢাকার পাশে এমন একটি প্রাচীন স্থান জাদুঘরের নয়নাভিরাম ও মনোমুগ্ধকর প্রকৃতিক পরিবেশ ও প্রাচীন রাজধানী পানাম নগরীর পুরনো শৈল্পিক কারুকার্য দেখে অভিভূত হন। পরিদর্শনকালে তিনি ফাউন্ডেশন চত্বরে অবস্থিত বড় সর্দারবাড়ি, জামদানি পল্লী ও পানাম নগরী ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেনÑ ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, ফাউন্ডেশনের সহকারী পরিচালক রবিউল হোসেন, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদ ও লেকচারার গাইড মাসুদুর রহমান।
×