ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে ভুটানে

প্রকাশিত: ০৬:৪০, ১৫ অক্টোবর ২০১৬

পাঁচ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে ভুটানে

স্টাফ রিপোর্টার ॥ ভুটানে পাঁচ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ। পর্যায়ক্রমে ভুটান ২০ জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে ভারতের কাছে নতুন করে আরও ১০ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি করা হবে। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে ভুটানের টেলিযোগাযোগ বিভাগের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য দিয়েছেন। সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, ভুটানে ব্যান্ডউইথ রফতানিতে প্রায় ছয় মাস সময় লাগবে। ভুটানের কাছে কি দামে ব্যান্ডউইথ বিক্রি হবে সেই মূল্য নির্ধারণ করা হয়নি। তবে প্রতি এমবিপিএসের রফতানি মূল্য ১৮ ডলার নির্ধারণের একটি প্রস্তাব রয়েছে। বর্তমানে ভারতে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করছে বাংলাদেশ। সম্প্রতি দেশটি আরও ১০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানির প্রস্তাব দিয়েছে। ত্রিপুরার জন্য এটি নিতে চায় ভারত। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সম্প্রতি তিনি যখন ভুটান সফরে যান তখন দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় রফতানি প্রক্রিয়া এগিয়ে নিতে ভুটানের প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। ব্যান্ডউইথ রফতানির প্রক্রিয়া চূড়ান্ত করতে একটি কমিটি করা হচ্ছে বলে তিনি জানান। প্রথম পর্যায়ে ৫ জিবিপিএস ব্যান্ডউইথ নেবে ভুটান। পরবর্তী সময়ে ২০ জিবিপিএস পর্যন্ত বাড়াবে। সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, ভুটানে ব্যান্ডউইথ রফতানির জন্য তিনটি রুট বিবেচনা করা হচ্ছে। এগুলো হচ্ছে- ঢাকা-রংপুর-ভুরুঙ্গামারি, ঢাকা-সিলেট-তামাবিল এবং ঢাকা-ময়মনসিংহ-হালুয়াঘাট। প্রতিটির ক্ষেত্রেই বাংলাদেশ থেকে ভারতের সীমানা হয়ে ট্রান্সমিশন লিংক ভুটানে পৌঁছবে। ভারতের অংশে ট্রান্সমিশনের জন্য যে অপটিক্যাল ফাইবার লিংক ব্যবহার করা হবে, তার জন্য ভারতকে প্রতি এমবিপিএস ২ ডলার করে দেয়া হবে।
×