ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাফুফের কাছে চার প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ অক্টোবর ২০১৬

বাফুফের কাছে চার প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব

স্পোর্টস রিপোর্টার ॥ ক’দিন আগেই ‘এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ’ খেলতে থিম্পুতে গিয়ে ভুটানের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়ে আগামী তিন বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে বলতে গেলে নির্বাসনেই চলে গেছে বাংলাদেশ দল। ক্ষতিটা হচ্ছে- এই হারের কারণে আগামী ২০১৯ সাল পর্যন্ত ফিফা-এএফসির স্বীকৃত কোন টুর্নামেন্টে খেলতে পারবে না তারা। তবে একেবারেই যে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ, বিষয়টি আদতে তা নয়। প্রীতি ম্যাচ বা আঞ্চলিক টুর্নামেন্ট (সাফ ফুটবল, এসএ গেমস) খেলতে কোন বাধা নেই। এরই মধ্যে চারটি প্রীতিম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসির কংগ্রেসে আফগানিস্তান ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের সভাপতিরা প্রস্তাব দিয়েছেন তাদের সঙ্গে প্রীতিম্যাচ খেলতে। এখন আফগানিস্তানে চলছে প্রিমিয়ার লীগ ফুটবল। তাই তারা আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ঢাকা এসে খেলতে আগ্রহী। মিয়ানমারের প্রস্তাব একটু বড়ই। তারা চায় তিনটি প্রীতি ম্যাচ খেলার। দুটি ইয়াঙ্গুনে, একটি ঢাকায়। তবে এতে কিছুটা দ্বিমত পোষণ করেছে বাফুফে। তারা চায় প্রীতিম্যাচ হবে ঢাকায় দুটি ও ইয়াঙ্গুনে একটি। আর সেটির দিনক্ষণ চূড়ান্ত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলা শেষ হলে। তাছাড়া ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। বাফুফের পরিকল্পনা হচ্ছেÑ আগামী ২৯ বা ৩০ ডিসেম্বরের মধ্যে প্রিমিয়ার লীগ শেষ করা। এরপর আন্তর্জাতিক সূচী নিয়ে এগুবে তারা। এদিকে এএফসিকে চিঠি দিয়ে আগামী নবেম্বরে অনুষ্ঠেয় সলিডারিটি কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাফুফে।
×