ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোকোভিচের কষ্টের জয়

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ অক্টোবর ২০১৬

জোকোভিচের কষ্টের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সাংহাই মাস্টার্সে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মিচা জেরেভকে হারিয়েছেন তিনি। তবে জয়টা খুব সহজে আসেনি তার। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই করে এদিন নোভাক জোকোভিচ ৩-৬, ৭-৬ (৭/৪) এবং ৬-৩ সেটে হারিয়েছেন জেরেভকে। সেইসঙ্গে ৩০তম এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্সে ১০০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি। সেমিফাইনালে এখন তার প্রতিপক্ষ রবার্তো বাতিস্তা অগুট। দিনের অন্য ম্যাচে স্পেনের ১৫তম বাছাই বাতিস্তা ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন ফরাসী তারকা জো উইলফ্রেইড সোঙ্গাকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। সাংহাই মাস্টার্সেরও বর্তমান চ্যাম্পিয়ন তিনি। গত মৌসুমটা দুর্দান্ত কাটে তার। সেবার ফরাসী তারকা জো উইলফ্রেইড সোঙ্গাকে পরাজিত করে সাংহাই মাস্টার্সের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই কোর্টে নামেন সার্বিয়ান তারকা। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রথম সেটেই হার মানেন তিনি। তাও আবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১১০ নাম্বারে থাকা অখ্যাত মিচা জেরেভের কাছে। তবে প্রথম সেট ৬-৩ ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান জোকোভিচ। লড়াই চালিয়ে যান জেরেভও। কিন্তু দ্বিতীয় সেটের শেষ হাসি হাসেন জোকোভিচই। ৭-৬ ব্যবধানে নিজের করে নেন তিনি। আর তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে খুব সহজেই নিজের করে নেন জোকোভিচ। সেইসঙ্গে সাংহাই মাস্টার্সের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন ১২টি গ্র্যান্ডসøাম জয়ের মালিক।
×