ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে অধিনায়ক হতে চান সৌম্য!

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ অক্টোবর ২০১৬

ভবিষ্যতে অধিনায়ক হতে চান সৌম্য!

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাটিংয়ে যে টালমাটাল অবস্থা, সৌম্য সরকারের একাদশেই ঠিকমতো স্থান হচ্ছে না। সেখানে এখনই বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়ার কথা ভাবছেন এ ব্যাটসম্যান! অবশ্য এ ভাবনা এমনিতেই আসেনি। বৃষ্টিতে দুইদিনের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি ভেস্তে গেছে। একটি বলও মাঠে গড়ায়নি। আজও দ্বিতীয় দিনের খেলা হবে কিনা, নিশ্চিত নয়। তাই রবিবার থেকে যে ইংল্যান্ড একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচটি খেলতে নামবে বিসিবি একাদশ, তা নিয়েই আগাম চিন্তা করতে হচ্ছে। সেই ম্যাচে আবার বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। তাই ভবিষ্যতে অধিনায়ক হওয়ার আশাও প্রকাশ করেছেন। শুক্রবার সৌম্য বলেছেন, ‘তারা (বিসিবি) যেহেতু আমাকে অধিনায়কত্ব দেয়ার বিষয়টা চিন্তা করছে। আমার ভেতরও ছিল, কখনও প্রকাশ করিনি। নিজের তো অবশ্যই চিন্তা আছে ভবিষ্যতে। সুযোগটা কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টা করব।’ প্রথম অধিনায়কত্ব পেয়ে অন্যরকম অনুভূতিও হচ্ছে সৌম্যের, ‘অবশ্যই এটা অন্যরকম অনুভূতি যে অধিনায়কত্ব করব। ওইটা নিয়ে আলাদা কোন চিন্তা নেই। যেহেতু আমার অধীনে খেলোয়াড়রা খেলবে। নিজেকেও খেলতে হবে, তাদেরও গাইড করতে হবে। সবকিছু মিলিয়ে উপভোগ করব। অনুর্ধ-১৯-এ থাকতে কয়েকটি প্রস্তুতি ম্যাচে করেছিলাম। আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচে করেছিলাম।’ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু সবমিলিয়ে ৩১ রান করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নামার আগে যখন প্রস্তুতি ম্যাচে মাত্র ৭ রান করলেন, ওয়ানডে সিরিজে খেলারই সুযোগ পেলেন না। এখন সামনে টেস্ট সিরিজ। আর সেই সিরিজে সৌম্য থাকতে পারেন। প্রস্তুতি ম্যাচে সেভাবেই নিজেকে মেলেও ধরতে চান। ইংল্যান্ড সিরিজে বাইরে থাকা নিয়ে সৌম্য বলেন, ‘আসলে জাতীয় দলটাই চ্যালেঞ্জ। বাইরে বসে খেলা দেখতে হয়েছে। আমার জন্য চ্যালেঞ্জই, খানিকটা সময় আমার বাজে গেছে। ইমরুল ভাই ভাল করছে। আমার জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। অন্য ওপেনাররাও ভাল করছে। নিজে খেললেও নিজের জন্য ফাইট করি, নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ ছুড়ি। ভাবি সর্বশেষ যেটা করেছি সেটার চেয়ে ভাল করতে হবে। নইলে নিজের কাছে নিজে হেরে যাব। এভাবেই আমি নিজেকে প্রস্তুত করি।’ নেতৃত্ব দিয়েই নিজেকে উজ্জীবিত করার চেষ্টাও করছেন সৌম্য, ‘ইতিবাচক তো অবশ্যই। সে সময়টা যাই হোক। অধিনায়কত্ব তো অধিনায়কত্ব। এমনিতে আমার চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। অধিনায়কত্ব আরেকটা চ্যালেঞ্জ। ভালভাবে দায়িত্ব পালন ও সঙ্গে নিজে ভাল করাটা আমার বড় অর্জন হবে।’ উজ্জীবিত হলেইতো আর নৈপুণ্যে ফেরা সম্ভব নয়। নিজের ভুলও ধরতে হয়। সৌম্য কি সেটা করতে পারছেন? নিজেই জানালেন, ‘না চিহ্নিত করতে পারিনি। সমস্যাটা কোথায় নিজেও জানি না। সবসময়ই চেষ্টা করি এটা থেকে বের হওয়ার জন্য। সবারই ক্ষেত্রে এমন সময় আসে। কে কত দ্রুত বের হতে পারে, সেটাই হচ্ছে বিষয়। ভাল হয়েছে আমার ক্যারিয়ারের শুরুতেই এটা আসছে। যদি এটা কাটিয়ে উঠতে পারি খুব ভাল হবে।’ ফর্মে ফিরতে পরামর্শও নিচ্ছেন। কিন্তু সাফল্য তবুও মিলছে না। এখন একটি ফ্রেশ স্টার্টের অপেক্ষাতেই আছেন। বলেছেন, ‘সব চেষ্টাই করছি। দেখা যাক কোন্টাতে সফল হই। অনেক ভাল কথায় কাজ হয় না। অনেক সময় একটা মানুষের কথা কাজে লাগে। সব সময়ই ফ্রেশ শুরু করতে চাই। পিক টাইমে আগে যেভাবে খেলতাম, তেমনই শুরুর চেষ্টা করব।’ প্রস্তুতি ম্যাচের প্রথমদিনটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রস্তুতিটা ভালতো হলো না। সৌম্য তাতে সমস্যা দেখছেন না, ‘আমার মনে হয় বেশিরভাগই জাতীয় লীগে খেলছিল। ওরা টাচে ছিল। আমরা যারা জাতীয় দলে ছিলাম তাদের জন্য একটা ম্যাচ খেলার সুযোগ হতো। একটা দিন চলে গেছে। আরেকটা দিন আছে। ৯০ ওভার বাকি আছে। ব্যাটিং করার সুযোগ পেলে ভাল হতো।’ টেস্ট সিরিজে খেলতে নামার জন্য দুই দলই অনুশীলন শুরু করে দিয়েছে। শুক্রবার দুই দলই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে। সৌম্যরা এম এ আজিজ স্টেডিয়ামেই নিজেদের অনুশীলন সেরে নিয়েছেন।
×