ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুড়ো বেটির উপভোগ-মন্ত্র!

প্রকাশিত: ০৬:৩২, ১৫ অক্টোবর ২০১৬

বুড়ো বেটির উপভোগ-মন্ত্র!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এগারো বছর পর জাতীয় দলে ফিরেছেন গ্যারেথ বেটি। বাংলাদেশ সফরে সারের এই ক্রিকেটারকে ফিরিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মজার বিষয়, বৃহস্পতিবারই ৩৯ পূর্ণ করেছেন তিনি! টাইগারদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। পুনরায় গর্বের সাদা জার্সি গায়ে চাপাতে অধির হয়ে আছেন বেটি। চল্লিশে পুনর্জন্মের স্বপ্নে বিভোর ডানহাতি অফস্পিনার। দলে হাসিব হামিদের বয়স ১৯ বছর, বেটির অর্ধেকেরও কম! তবু নাকি সফরে সতীর্থদের সঙ্গটা দারুণ উপভোগ করছেন তিনি। মাঠে নামতে মুখিয়ে আছেন ব্রাডফোর্ডে জন্ম নেয়া ইয়র্কশায়ার তারকা। ‘এটা দারুণ এক অনুভূতি। অনেকে প্রশ্ন করেন, অর্ধেক বয়সী সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সমস্য হচ্ছে না তো? মোটেই নয়। আমি তাদের সঙ্গ উপভোগ করছি। এ্যালিস্টার কুকের নেতৃত্বে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে আমরা চমৎকার দল। আমি জানি, আমাকে কেবল চমক দেখানোর জন্য ডাকা হয়নি। কঠোর পরিশ্রম করে, ভাল খেলে আবার ফিরে এসেছি। একাদশে থাকলে সেটিই প্রমাণ করতে হবে। কাজটা চ্যালেঞ্জিং। তবে এই ফেরাটা উপভোগ করছি।’ বলেন বেটি। টেস্ট দলের সঙ্গী হয়ে বিমানে চড়ার পর থেকেই সতীর্থদের অন্তঃপ্রাণ হয়ে উঠেছেন বলেও উল্লেখ করেন তিনি। ‘ওদের সঙ্গে বাংলাদেশে পা রাখার পর থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। বড়-ছোট, তারকা বা অন্য কোন কারণ নেই, এখানে সবাই একটা দল হয়ে খেলতে চাই। মাঠে সেরা সাফল্য তুলে নেয়াই আমাদের প্রথম লক্ষ্য।’ ২০০৩ সালের অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বেটির টেস্ট-অভিষেক। পেয়েছিলেন ২ উইকেট। ২০০৫-এর জুন পর্যন্ত ৭ টেস্টে মাত্র ১১ উইকেট নেয়ার পরই দল থেকে বাদ পড়েন। মজার বিষয়, নির্বাসনে যাওয়ার আগে শেষ টেস্ট ম্যাচটিও খেলেছেন এই বাংলাদেশের বিপক্ষে! চেস্টার লি স্ট্রিট ও লর্ডসে দুই ম্যাচে নিয়েছিলেন ১টি মাত্র উইকেট! ওই দলের সবাই এখন সাবেক হয়ে গেছেন, অথচ চল্লিশে পা রেখে পুনর্জন্মের স্বপ্নে বিভোর বেটি! ঢাকায় খেলার সুদূর অতীতের অভিজ্ঞতাটাও অর্ধেক বয়সী সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন, ‘অনেকে তাই বলছেন, তবে আমি সেটি মনে করি না। কারণ দলের সবাই এখন অনেক বেশি পেশাদার। তারা জানে কখন কি করতে হবে। ব্যক্তিগতভাবে আমি শিক্ষাটা কাজে লাগাতে পারলে নিজের জন্য ভাল কিছু হতে পারে! তবে কাজট সহজ নয়।’ কাজটা যে সহজ নয়, সেটি খালেদ মাহমুদের নেতৃত্বাধীন সেই বাংলাদেশকে দেখেই বুঝেছিলেন। ঘরের মাটিতে বাংলাদেশ সবসময় স্পিনের বিপক্ষে ভাল, মুশফিকুর রহীমের এই দল তো আরও পরিণত। কেবল এক ম্যাচের সুদূর সেই অভিজ্ঞতা নয়, বরং ইংল্যান্ডের ঘরোয়া কাউন্ডিতে ভাল করার ফল পেয়েছেন বেটি। সম্প্রতি শেষ হওয়া রয়্যাল লন্ডন কাপেও দারুণ করেছেন। তবে বেটি জানেন, লন্ডন কাপ আর বাংলাদেশ এক নয়। তিনি বলেন, ‘হ্যাঁ কাউন্টিতে খেলে এখন আমি অনেক বেশি পরিণত। তবে এখানকার পরিবেশ ভিন্ন। ওয়ানডে আর টেস্টও এক নয়। বাংলাদেশের প্রস্তুতি-সুযোগ সুবিধা বেশ। আমরা এখন শেষ মুহূর্তে নিজেদের তৈরি করছি।’ বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু প্রথম টেস্ট। অবশ্য আদিল রশীদ ও মঈন আলীর মতো তুখোড় স্পিনার থাকায় বেটি একাদশে সুযোগ পাবেন কি না, সেই প্রশ্ন থাকছেই!
×